Kolkata International Film Festival: বাংলায় এসে ছবি বানাও, মুখ্যমন্ত্রীর অনুরোধে বাধ্য ছেলের মতো ঘাড় নেড়ে সম্মতি সলমানের

0
369
Srijita Seal.Kolkata

Kolkata International Film Festival 2023 opening today, multiple B Town celebs were present

The inaugural ceremony of the 29th Kolkata International Film Festival (KIFF) was held at Netaji Indoor Stadium in Kolkata on Tuesday. Chief Minister Mamata Banerjee inaugurated this ceremony. This grand ceremony was attended by several Bollywood celebrities, including Salman Khan, Anil Kapoor, Shatrughan Sinha, Sonakshi Sinha, Sourav Ganguly and Mahesh Bhatt, and other prominent actors.

Shah Rukh Khan, who has always been a regular guest at KIFF every year, did not attend the 29th KIFF, 2023. The Bollywood actor was replaced by Sourav Ganguly as he was declared as the brand ambassador of West Bengal.

In KIFF 2023, 219 films from 39 countries will be screened across 23 venues in Kolkata, out of which 72 are feature films, and 50 are short films and documentaries. The event will continue till December 12th, 2023.
All pic by-Dhruba Halder

মঙ্গলবার শুরু হল ২৯ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শাহরুখ খান এবং অমিতাভ বচ্চনকে সিনেমা উৎসবের শুরুর দিনে দেখা না গেলেও উপস্থিত ছিলেন সলমান খান, শত্রুঘ্ন সিনহা, অনীল কাপুর। ফিল্ম ফেস্টিভ্যালে ‘করণ’-কে দেখে রীতিমতো উচ্ছাসের বন্যা বয়ে যায়। কিন্তু, ‘অর্জুন’ কেন আসতে পারেননি, সেই কারণও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ভাইজানের থেকে একটি প্রতিশ্রুতিও আদায় করেন মমতা।

বলিউডের পরবর্তী ডেস্টিনি হোক বাংলা। আগামী দিনে বাংলা থেকেই তৈরি হোক বলিউডের সিনেমা। মঙ্গলবার চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এই আর্জি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

নেতাজি ইন্ডোরে শুরু হওয়া চলচ্চিত্র উৎসবের মঞ্চে তখন চাঁদের হাট। হাজির টলি বলির একাধিক অভিনেতা, অভিনেত্রী, পরিচালক। অনিল কাপুর, মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহার সামনেই ‘ভাইজান’ সলমনের কাজ থেকে ‘ওয়াদা’ও আদায় করিয়ে নিলেন দিদি।

মুখ্যমন্ত্রীর আহ্বানে সম্মতি জানিয়ে সলমনও বললেন, “কথা দিচ্ছি, অবশ্যই আসব এখানে শ্যুটিং করতে।”
মঞ্চে ভাষণ রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ভাইজান, অনিলজি, মহেশজিকে অনুরোধ- বাংলায় অনেক ভাল ভাল জায়গা রয়েছে। এখানে এসে সিনেমা করুন। আগামীদিনে বাংলায় আপনাদের গন্তব্য হোক। দার্জিলিং, মিরিক, কালিম্পং, শিলিগুড়ি, বোলপুর, আসানসোল, আমাদের এখানে সিনেমা করার মতো একাধিক ভাল স্পট আছে।”

‘দিদি’-কে কী প্রতিশ্রুতি দিয়েছেন ভাইজান?
সলমান খান এদিন মঞ্চে ছিলেন। বক্তব্য রাখতে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তোমাকে কথা দিতে হবে…’। মজার ছলে সলমান খান বলে ওঠেন, ‘কথা রাখার না না রাখার’? মমতা সেই সময় তাঁকে বলেন, ‘তোমাকে প্রত্যেক বছর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ভাইফোঁটা, রাখীতে আসতে হবে।’ সলমান খান সেই কথায় আসলেও শ্যুটিং করার জন্য যে বাংলায় ফিরে আসবেন, সেই প্রতিশ্রুতি দেন।

দক্ষ ব্যবসায়ী যেভাবে নিজের পণ্য বিক্রি করেন, অনেকটা সেই স্টাইলে ভরা মঞ্চে এরপরই মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, “বাংলা অতিথি পরায়ণ। আমাদের ছেলেদের স্কিল রয়েছে, আছে মেধাও। রয়েছে সৃজনশীলতাও। এরা পরিশ্রম করতেও জানে। প্লিজ প্রোমোট বাংলা।”

এদিন শাহরুখ খানের না আসার কারণও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমরা অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানকে মিস করছি। শাহরুখ নিজের মেয়ের ফিল্ম প্রোমোশনে ব্যস্ত।’ অর্থাৎ সুহানা খানের ডেবিউ ছবি মুক্তি নিয়ে ব্যস্ত থাকার কারণেই বাংলায় সিনেমা উৎসবে আসতে পারেননি শাহরুখ খান, এমনটাই স্পষ্ট করেছেন মমতা।

তিনি এদিন বলেন, ‘সিনেমার ভাষা বিশ্বব্যাপী এক। তা ভৌগলিক, জাতিগত, শ্রেণিগত বিভেদ মানে না। বাংলার শিল্পীরা বিশ্ববন্দিত। শত্রুঘ্ন সিনহা নিজের বক্তব্যে বলেছেন, ভয় পাওয়ার কোনও কারণ নেই। আমি পালটা বলতে চাই, বাংলা ভীত নয়। উই লাভ ইন্ডিয়া, আমরা সমস্ত জাতিকে ভালোবাসি। কেউ আমাদের ভাগ করতে পারবে না। আমরা মানবিকতার পক্ষে। সৌরভ আমার ভাইয়ের মতো। ও আমার বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর।বাংলার মানুষ সিনেমা ভালোবাসে, সিনেমার কদর করতে জানেন।’

মুখ্যমন্ত্রীর কথার সঙ্গে সম্মতি জানায় উপস্থিত ভিড়টা। সেই তালিকায় কে নেই? ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক, বর্তমানে বাংলার ব্র্যান্ড অ্যাম্বেসেডর সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়. মাধবী মুখোপাধ্যায়, অভিনেতা রঞ্জিৎ মল্লিক, দীপঙ্কর দে, পরাণ গঙ্গোপাধ্যায়, চিরঞ্জিৎ চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরিচালক গৌতম ঘোষ , সন্দীপ রায়, অঞ্জন দত্ত, সব্যসাচী চক্রবর্তী প্রমুখরা।

উল্লেখ্য, এদিন সলমান খান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর সাধারণ জীবনযাপনে মুগ্ধ ভাইজান। তিনি বলেন, ‘এর আগে বাংলায় এসে দিদির বাড়িতে গিয়েছিলাম। তিনি আমার থেকেও ছোট ঘরে থাকেন।’ সিনেমা উৎসবের শুরুর দিন সলমান খান, সোনাক্ষী সিনহা সহ অন্যান্য শিল্পীদের সঙ্গে পা মেলাতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কেও। ছবি গুলিতুলেছেন ধ্রুব হালদার ৷

Previous articleCyclone Michaung landfall : অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মিগজাউম, ল্যান্ডফলের আগেই ৮ জনের মৃত্যু, সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৯৫০০ মানুষকে
Next articleWeather Update: ঘূর্ণিঝড়ের প্রভাব,বঙ্গে বৃষ্টির সম্ভাবনা ১৭ জেলায় জানুন আবহাওয়ার পূর্বাভাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here