Kolkata Book Fair 2024: ‘লিটল’ হলেও ভাবনায় বৃহৎ, কলকাতা বইমেলায় লিটল ম্যাগাজিনের খোঁজ নিল দেশের সময় : দেখুন ভিডিও

0
179
সৃজিতা শীল , কলকাতা

লিটল ম্যাগাজিন শব্দে যুগপৎ স্বপ্ন ও সংগ্রাম মিশে থাকে। এর কোনো বাংলা প্রতিশব্দ নেই। দেশ-কাল ছাড়িয়ে এর একটাই পরিচয়, লিটল ম্যাগাজিন। দেখুন ভিডিও

কলকাতা আন্তর্জাতিক বইমেলায় তাই লিটল ম্যাগাজিনের জন্য নির্দিষ্ট ছাউনির পরিচয় ‘লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন’ এই নামেই। কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়। যদিও এখানে মূলত বাংলা লিটল ম্যাগাজিন থাকে তবুও বাঙালি পাঠকের বইমেলার উত্তেজনাকে বুঝতে এই প্যাভিলিয়ন এক একক।

সাহিত্যের একটা বড়ো অংশ এই লিটল ম্যাগাজিনকে ঘিরে সচল। তাছাড়া সৃষ্টিশীল সাহিত্যের ক্ষেত্রে লিটল ম্যাগাজিনের কোনো বিকল্প নেই। সাহিত্যের ধারা বদল হয় এই ছোটো ছোটো পত্রিকায়। নিয়ত হয়ে চলেছে। আজকের সাহিত্যের গতি কোন দিকে? কি ধরনের সাহিত্য লেখা হচ্ছে এখন? কোন কোন তরুণ লেখক সময়কে ধরতে পারছেন? এসব উত্তর একমাত্র দিতে পারে এই সব পত্রিকা।

গত সপ্তাহান্ত একটু লম্বা ছিল। বইমেলায় ভিড়ও হয়েছিল ব্যাপক হারে। তবে উইকএন্ড পেরিয়ে গেলেও ভিড় ভালই বইমেলায়। সপ্তাহের শুরুর দিনেই জনসমাগম হয়েছে। একই সঙ্গে ভিড় লিটল ম্যাগাজিন-এর স্টলেও।

কলকাতা বইমেলা মানে নামী অনামী লেখকদের বই প্রকাশের মঞ্চ। সারাবছর অপেক্ষা করে থাকেন পাঠকরা। ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা তারই সাক্ষী রইল।

Previous articleMata Banerjee: মোদী সরকারকে ‘ডেডলাইন’ বেঁধে দিলেন মমতা , ১০০ দিনের বকেয়া টাকা না পেলে ধর্নায় বসার দিনও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
Next articleWeather Update: মধ্য মাঘে শীতের সর্বনাশ ,আজ থেকেই আবহাওয়ায় বদল ,কবে কোথায় বৃষ্টি জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here