Kolkata Airport: বড়দিনের আগে বয়স হল ১০০! গ্র্যান্ড সাজগোজে কেমন লাগছে কলকাতা বিমানবন্দর, রইল ছবি

0
65
ছবি তুলেছেন দেবাশিস রায় ।

১০০ বছর পূর্ণ করল কলকাতা বিমানবন্দর।

আলোর রোশনাই চারিদিকে, ১০০ বছর উদযাপনে আধুনিকতার মোড়কে কলকাতা বিমানবন্দর। রানওয়েও এলইডি-তে সাজানো হয়েছে। বড়দিনের মরশুমে কলকাতা বিমানবন্দরের এমন সাজগোজ ‘লন্ডন রুপী’ কলকাতার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে।

দেশের কেন্দ্রীয় মন্ত্রী-সহ সাংসদ ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে উদযাপন করা এই ঐতিহাসিক মুহূর্তের ।

আর মাত্র এক’দিন পরই বড় দিন । তারপরই নতুন বছর তার আগে ক্রিসমাস থাকলেও, তার বেশ কিছুটা আগেই কলকাতা বিমানবন্দর চত্বর সেজে উঠল চোখ ধাঁধানো বাহারি আলোয়। গোটা বিমানবন্দর এলাকা সাজিয়ে তোলা হয়েছে শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে ।

শতবর্ষ উদযাপনের দিন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রী রামমোহন নাইডু কিঞ্জারাপ্পু , দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মুরলিধর মোঘল-সহ বিশিষ্ট ব্যক্তিরা।

Previous articlePotato কোল্ডস্টোরের আলুর মজুত কমাতে সীমানা খোলার আর্জি : দেখুন ভিডিও
Next articleRG Kar ProtestRG Kar:  সিএফএসএলের রিপোর্টে নতুন মোড়! ফের বৃহত্তর আন্দোলনে নামছেন ডাক্তাররা ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here