Khuti Puja: কিশোর – কিশোরীদের’কে মহাভারত সম্পর্কে ধারণা দিতে শিলিন্দা বিবেকানন্দ সংঘ ও পাঠাগারে এবার শ্যামা পুজোর থিম কুরুক্ষেত্র: দেখুন ভিডিও

0
625

অর্পিতা বনিক , সৃজিতা শীল, শিলিন্দা নদিয়া: প্রচলিত আছে নদিয়া জেলার শিলিন্দা গ্রামে দুর্গার থেকেও বেশি কদর, আদর, আপ্যায়ন শ্যামা মায়ের। ভাদ্র মাস থেকেই গ্রাম জুড়ে সাড়ম্বরে শ্যামা মায়ের আরাধনায় মেতে ওঠেন গ্রামবাসীরা ৷

স্থানীয়দের কথায় এই গ্রামে দুর্গা পুজো নয়, শ্যামা পুজোই মূল উত্‍সব। বছরভর শ্যামা পুজোর দিকেই তাকিয়ে থাকেন গ্রামবাসীরা। শ্যামাপুজোতেও তাই থিম। বিষয় ভাবনায় থাকে অভিনবত্বের ছোঁয়া।

রবিবার এই গ্রামে গিয়ে দেখা গেল এবছরও শারদোৎসবের আগেই শ্যামা পূজোর আয়োজন শুরু হয়ে গেছে মহা সমারোহে ৷

রবিবার সকালে শিলিন্দা বিবেকানন্দ সংঘ ও পাঠাগারের পাশের মাঠেই পুরোহিতের মন্ত্র উচ্চারণের সঙ্গে শঙ্খ ও ঘন্টার ধ্বনিতে খুঁটি পুজোর আয়োজন ছিল চোখে পড়ার মতো ৷

শিলিন্দার শ্যামা পুজোর নদিয়া জেলা জুড়ে নাম ছড়িয়ে পড়েছে অনেক আগেই৷ শিলিন্দা বিবেকানন্দ সংঘ ও পাঠাগারের উদ্যোগে গত বছর এর থিম ৫১ সতীপীঠ মন্দির নজর কাড়ে সকলের।

এবার উদ্যোক্তারা কী থিম করতে চলেছেন? এবারেও কি তাঁদের কালী পুজোর থিম চমকে দেবে সকলকে? পুজো কমিটির সদস্যরা এ বিষয়ে কি বলছেন ?

নদিয়ার শিলিন্দার শ্যামা পুজো ইতিমধ্যেই রাজ্যের মধ্যে অন্যতম আকর্ষণীয় উৎসব। গত বছর ৫১ সতীপীঠের অনুকরণে প্যান্ডেল বানিয়ে জেলার মধ্যে রেকর্ড ভিড়ের সাক্ষী থেকেছে এই পুজো উদ্যোক্তারা। তাই এবার শারদ উৎসব আসার আগেই শ্যামা পুজোর প্রস্তুতি শুরু করে দিল শিলিন্দা বিবেকানন্দ সংঘ ও পাঠাগার । রবিবার খুঁটি পুজোর মধ্যে দিয়েই সূচনা হল তার। দেখুন ভিডিও

গত বছর শ্যামা পুজোর থিমে উঠে এসেছিল ৫১ সতীপীঠের মন্দির। যা দেখতে দর্শনার্থীদের সুনামি দেখা গিয়েছিল শিলিন্দা বিবেকানন্দ ও পাঠাগার পুজো প্রাঙ্গণে। শিল্পীর হাতে নিখুঁত কাজ দেখে রীতিমত অবাক হয়ে গিয়েছেন হাজার হাজার দর্শক। কিছু সময়ের জন্য যেন শ্যামা পুজোর প্যান্ডেলে দাঁড়িয়ে মনে হচ্ছিল যেন আসামের কামাক্ষা মন্দির দর্শন করতে পৌঁছে গিয়েছেন পাহাড়ের চূড়ায়।

আর এবছর সেই ধারাকে বজিয়ে রাখতেই মহাভারত থেকে কুরুক্ষেত্রের ঘটনাকে তুলে ধরে ফের তাক লাগাতে চাইছেন উদ্যোক্তারা। এবারের ৪০ তম বর্ষের বিশেষ আকর্ষণ তাই কুরুক্ষেত্র ৷ উদ্যোগতরা জানাচ্ছেন, এবার প্রতিমাতেও থাকছে বিশেষ আকর্ষণ। ১২ কেজি সোনার অলঙ্কারে সাজানো হবে এবারের প্রতিমাকে৷ থাকবে বিশেষ সিকিউরিটি ৷

এবছরও দর্শনার্থীদের চাপ থাকবে। প্রশাসন যেভাবে গতবার ভিড় সামলে ছিল এবারও সেইভাবে এবং ক্লাবের ভলেন্টিয়ারদের সহযোগিতায় সামলাবে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা।

এবারের এই পুজোর বাজেট গত বছরের থেকে বাড়তে পারে বলে মত উদ্যোক্তাদের। হাতে আর বাকি মাত্র কয়েক মাস। ধীরে ধীরে সেজে উঠবে শিলিন্দা বিবেকানন্দ ও পাঠাগারের শ্যামা পুজোর মন্ডপ ও প্রতিমা৷ এবারের আকর্ষণ কুরুক্ষেত্র।

Previous articleDesher Samay epaper দেশের সময় ই পেপার
Next articleDurand Cup Final 2023: ১৯ বছর পরে ডার্বির বদলা ডার্বিতেই, ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন মোহনবাগান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here