Kashmir: কাশ্মীরে জঙ্গি হামলায় নিজের বাড়িতেই মৃত্যু জনপ্রিয় অভিনেত্রী আমরিন ভাটের ‘আহত তাঁর ভাইপোও

0
517

দেশের সময় ওয়েবডেস্কঃ ফের রক্তাক্ত কাশ্মীর।বুধগামে নিজের বাড়িতেই জঙ্গিদের হামলায় প্রাণ হারালেন কাশ্মীরের জনপ্রিয় অভিনেত্রী আমরিন ভাট। পুলিশ সূত্রে খবর, অভিনেত্রীকে লক্ষ্য করে বুধবার সন্ধেয় গুলি চালায় তিন জন জঙ্গি। নিজের বাড়িতেই গুলিবিদ্ধ হন আমরিন। জঙ্গি হামলায় গুরুতর আহত হন অভিনেত্রীর নাবালক ভাইপোও। এরপরই তড়িঘড়ি করে আমরিনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। 

শুধুমাত্র টেলিভিশনেই নয়, সোশ্যাল মিডিয়াতেও জনপ্রিয় ছিলেন আমরিন। সম্ভবত ইসলামিক ফতোয়া না মানার জন্যই তাঁর উপর হামলা চালায় জঙ্গিরা। আমরিনের বাড়িতে ঢুকে হামলার পরেই এলাকা জুড়ে সতর্কতা জারি করেছে পুলিশ। তাদের অনুমান, হামলাকারীরা হয়তো লস্করের সদস্য। 

উল্লেখ্য, বুধবারের মতোই মঙ্গলবারেও শ্রীনগরে এক পুলিশকর্মীকে তাঁর বাড়ির সামনে গুলি করে হত্যা করে জঙ্গিরা। সেই ঘটনাতেও আহত হয়েছিল ওই পুলিশকর্মীর ৭ বছরের মেয়েও। পরপর একই ধাঁচে জঙ্গি হামলা চিন্তা বাড়ছে প্রশাসনের। অন্যদিকে আমরিন হত্যা কাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমর আবদুল্লা। 

Previous articleYasin Malik: কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিকের যাবজ্জীবন
Next articleAfghanistan Blast: পর পর বাসে বিস্ফোরণ, কেঁপে উঠল মসজিদ,আফগানিস্তানে হামলায় নিহত অন্তত ১৬

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here