ভারতে শক্তি আরাধনার এক সুপ্রাচীন ইতিহাস আছে। বাংলা জুড়ে সকলেই সাড়ম্বরে শ্যামা মায়ের আরাধনায় মেতে উঠেছে । আজ রবিবার কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যা, এই বিশেষ তিথিতেই মা কালী পূজিত হন।
দক্ষিণকলকাতার ৪এর পল্লী সর্বজনীন সমিতির কালী পুজো ৮৫ বছরে পা দিলো ৷ এই পুজোর বৈশিষ্ঠ তার ঘট স্নানের রীতি। সকলে মিলেই অত্যন্ত আড়ম্বরে সম্পন্ন করে এই রীতি। এছাড়া প্রবীণ থেকে নবীন সকলেই মেতে ওঠেন এই আলোর উৎসবে। দেখুন ভিডিও
এই পুজোতে পদার্পন করেছিলেন শ্রী রাম ঠাকুর , ১৯ শতকের একজন হিন্দু ধর্মগুরু এবং সাধক । এই পুজোতে পশু বলি প্রথা নিষিদ্ধ। প্রতিমা নিরঞ্জনের দিনে দেবী বরণ ও সিঁদুর খেলা হয় । করোনা পূর্ব কালে অনুষ্ঠিত হত অন্নকূট তবে গত তিন বছর ধরে এই রীতির ব্যতিক্রম হয়েছে।
যুগ পালটেছে তবে অধিকাংশ রীতি এক রয়েছে। দীর্ঘ ৮৫ বছর ধরে এই চারের পল্লীর সকল শ্যামা ভক্তরা অত্যন্ত নিষ্ঠা সহকারে সম্পন্ন করছে এই পুজো।