Jyotipriya Mallick: ‘যে কোনও সময় ডায়ালিসিস করাতে হতে পারে বালুর’, কমান্ড হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ হাইকোর্টের

0
179

দেশের সময় , কলকাতা:দীর্ঘদিন ধরে চিকিৎসা হয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। বারবার মেডিক্যাল পরীক্ষাও হয়েছে তাঁর। তবে এসএসকেএম-এর রিপোর্টে গলদ থাকার কথা বলে হাইকোর্টের দ্বারস্থ ইডি। বালুর আইনজীবী অসুস্থতার কথা বললেও, তা মানতে রাজি নয় তদন্তকারী সংস্থা। তাই ফের নতুন করে স্বাস্থ্য পরীক্ষা হবে জ্যোতিপ্রিয়র।

কলকাতার ইস্ট্রার্ন কমান্ড হাসপাতাল জ্যোতিপ্রিয় মল্লিকের ফের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রেসিডেন্সি জেলসুপার ও ইডির প্রতিনিধির উপস্থিতিতে এই পরীক্ষা করতে হবে বলে নির্দেশ দিল আদালত।

এর আগে কলকাতার এসএসকেএম ও অ্যাপোলো হাসপাতালে যে পরীক্ষা হয়েছিল সেই রিপোর্টে গলদ রয়েছে বলে অভিযোগ জানিয়েছিল ইডি। সেই অভিযোগের পরীপ্রেক্ষিতেই কমান্ড হাসপাতালের স্বাস্ত্য পরীক্ষার নির্দেশ। বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশ, ১১ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট দিতে হবে কমান্ড হাসপাতালকে। ১২ সেপ্টেম্বর বেলা ৩.৩০ এ ফের শুনানি। 

ইডির আইনজীবী ধীরজ ত্রিবেদীর বক্তব্য ‘রিপোর্টে কিছু গলদ  আছে বলে তাদের মনে হয়েছে। কমান্ড হাসপাতালে প্রাক্তন মন্ত্রীর মেডিক্যাল টেস্ট করা যেতে পারে। এর আগেও হাইকোর্টের অন্য বেঞ্চের নির্দেশে এই হাসপাতালে মেডিক্যাল টেস্ট হয়েছে’। 

জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী মিলন মুখোপাধ্যায় বলেছেন ‘যে কোনও মুহুর্তে তাঁর ডায়ালিসিস করতে হতে পারে। আমরা বিশেষজ্ঞ নই। কিন্তু রিপোর্ট দেখে আদালত অন্তত বোঝার চেষ্টা করুক এবং সিদ্ধান্ত নিক’।

ইডির আইনজীবী বলেন, ‘২০১৯ সালের জুন মাসের রিপোর্টে বলা হয়েছে সুগার ৯.৮। সুগারের লেভেল খাওয়া দাওয়ার উপর নির্ভর করে। যদি তিনি টেস্টের আগে প্রচুর মিষ্টি খেয়ে নেন তাহলে রিপোর্টে অনেক দেখাবে’।

মন্ত্রীর আইনজীবীর তরফে বলা হয়, ‘ইডিকে আজকে একটি হাসপাতালের কথা জানাতে বলা হয়েছিল যেখানে জ্যোতিপ্রিয়র পরীক্ষা করা হবে। জ্যোতিপ্রিয়র চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে কয়েকমাস ধরে ইডি যা করছে তা অনভিপ্রেত। যে সব তথ্য দেওয়া হচ্ছে সেগুলো আমাদের আবেদনের বিষয় বস্তু নয়’।

Previous articleFashion Time:Editor’s Choice Best Photographer of the Month-Anik Ghosh
Next articleRGkarprotest:আরজি করের প্রতিবাদে আলো নিভল, কবিতা লিখে , ছবি এঁকে,মোমবাতি, প্রদীপ জ্বালিয়ে ‘বিচার চাই’, ফের ‘রাতদখল’ বাংলা জুড়ে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here