Junior Doctors Hunger Strikeমুখ্যসচিবের ফোন থেকে অনশনকারী ডাক্তারদেরকে কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

0
134

দেশের সময় , কলকাতা :  ধর্মতলায় ডাক্তারদের অনশনমঞ্চে গেলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী ও মুখ্যসচিব মনোজ পন্থ। ১০ দফা দাবি আদায়ে অনড় জুনিয়র ডাক্তাররা। অনশনকারী জুনিয়র ডাক্তাদের সঙ্গে কথা বলছেন তাঁরা।

শুক্রবার সিনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসেছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরা। সেই বৈঠকের পর জুনিয়র ডাক্তারেরা জানিয়ে দেন, সোমবার পর্যন্ত সরকারকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

সব দাবি না মানলে মঙ্গলবার স্বাস্থ্যক্ষেত্রে সর্বাত্মক ধর্মঘটের হুঁশিয়ারিও দিয়েছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। সেই হুঁশিয়ারি দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ধর্নাস্থলে এসে পৌঁছলেন মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব। সঙ্গে রয়েছেন কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ও।

সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনশনকারীদের ফোনে কথাও বলিয়ে দেন। পরে ফোনের মাধ্যমে মুখ্যমন্ত্রী বার্তা শোনানো হয় অনশনমঞ্চে। অনশন আন্দোলন থেকে সরে আসার বার্তা দেন মমতা। তিনি বলেন, ‘‘অনশন তুলতে অনুরোধ করছি। আপনারা আলোচনার বোসো। আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করেছিল। প্রায় সব ক’টিই দাবি পূরণ হয়েছে। ৩-৪ মাস সময় দিন। হাসপাতালগুলিতে নির্বাচন করাব। দয়া করে অনশন প্রত্যাহার করো। কাজে যোগ দাও।’’


এখনও অবধি যা খবর, যাঁরা অনশন করছেন তাঁদের স্বাস্থের খবর নিচ্ছেন তাঁরা। পাশাপাশি রাজ্য প্রশাসন এখনও অবধি কী করতে পেরেছেন, কী করতে পারেননি সেই ব্যাপারেও আলোচনা করছেন তাঁরা। 


মুখ্যসচিবের ফোন থেকে অনশনকারী ডাক্তারদের বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অনশন থেকে সরে আসার আর্জি করলেন ডাক্তারদের। বললেন, ৩-৪ মাস সময় চেয়ে নিলেন মুখ্যমন্ত্রী। বললেন,’আন্দোলনকারীদের সময় দিয়েছি। সাধ্যমতো যতটা পারব চেষ্টা করব। দাবি মেনে কমিশনারকে সরিয়েছি। একজনকে সরাতে পারিনি। সময় মতো উপযুক্ত ব্যবস্থা নেব। কোর্টে কেস চলছে, জাস্টিস মিলবে। মানুষ ডাক্তারদের ওপর নির্ভরশীল। দয়া করে কাজে যোগ দিন। আমি মানবিকতার পক্ষে।’

সূত্রের খবর, ধর্মতলার মঞ্চে গিয়ে অনশনকারীদের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন মুখ্যসচিব। পাশাপাশি, আন্দোলনকারীদের দাবিদাওয়া নিয়েও আলোচনা হয়েছে। অনশনকারীদের সঙ্গে কথা বলার সময় মুখ্যসচিবকে কারও সঙ্গে ফোনে কথা বলতেও দেখা গিয়েছে। পরে জানা গেল, ফোনের অপর প্রান্তে মুখ্যমন্ত্রী ছিলেন।


এর আগেও মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে বসেছিলেন আন্দোলনকারীরা। পুজোর আগে সেই বৈঠক হয়েছিল। কিন্তু তা ‘নিষ্ফলা’ হয়েছে বলেই দাবি আন্দোলনকারীদের।

Previous articleKrishnanagar Case কৃষ্ণনগরকাণ্ডে সরানো হলো তদন্তকারী অফিসারকে , নির্যাতিতার পরিবারকে আইনি সাহায্যের প্রতিশ্রুতি শুভেন্দুর
Next articleWest Bengal Assembly By Election উপনির্বাচনে ৬ আসনেই প্রার্থী ঘোষণা বিজেপির, তালিকায় নেই চমক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here