Journalism and Mass Communication : সাংবাদিকতা ও গণজ্ঞাপনের এমএ কোর্সে ভর্তি শুরু নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে

0
636

দেশের সময়ওয়েবডেস্কঃ সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে দু বছর মেয়াদী মাস্টার্স কোর্সের জন্য আবেদনপত্র নেওয়া শুরু হয়েছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। অনলাইনে ভর্তি শুরু হয়েছে ১৫ ডিসেম্বর থেকে।

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে দূরশিক্ষার মাধ্যমে এমএ করা যায়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তির আবেদন ফর্ম প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো।হয়েছে, স্বাধীনতার পর দেশে সংবাদকর্মীদের কাজের ক্ষেত্র যতটা সম্প্রসারিত হয়েছে, এ ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত জনশক্তির অভাবও ততটাই বেশি। এর প্রধানতম কারণ, তাদের জন্য উপযুক্ত প্রশিক্ষণকেন্দ্রের অভাব। তাই সংবাদমাধ্যমে কাজ করার জন্য একটি প্রশিক্ষিত মানব সম্পদ তৈরির লক্ষ্যে এই প্রথম নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় সাংবাদিকতায় ও গণজ্ঞাপন বিষয়ে দূরশিক্ষা মাধ্যমে মাস্টার্স কোর্স চালু করার উদ্যোগ নিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণ জ্ঞাপন বিভাগ সূত্রে জানা গেছে, এই মাস্টার্স কোর্সের মেয়াদ হবে দু বছর, যা পাঁচ বছরেও শেষ করা যেতে পারে।

যে কোনও শাখায় স্নাতক ডিগ্রিধারীরা এই কোর্সে ভর্তি হতে পারবেন। এই কোর্স করার পর শিক্ষার্থীরা সাংবাদিকতার প্রাথমিক ধারণা পাবেন। কীভাবে পেশাদারিত্বের সঙ্গে খবর সংগ্রহ করে বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করতে হয়, কীভাবে সাক্ষাৎকার নিতে হয় এবং সংবাদমাধ্যমের আইন-কানুন ও নৈতিক বিষয়ের দিকে লক্ষ্য রেখে সংবাদ প্রচার করতে হয় সেগুলো জানবেন। এছাড়া ইলেকট্রনিক ও অনলাইন সাংবাদিকতা সম্বন্ধেও ধারণা পাবেন শিক্ষার্থীরা। কোর্স সমাপ্তকারীরা খবরের সম্ভাব্য উৎস থেকে সংবাদ তৈরি ছাড়াও বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন সংবাদপত্র, রেডিও, টেলিভিশন কিংবা অনলাইনে প্রচারের জন্য সংবাদ প্রযোজনা বা সম্পাদনা করতে পারবেন।

উল্লেখ্য, ২০০৭ সাল থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় ও গণজ্ঞাপন বিষয়ে এক বছর মেয়াদী স্নাতোকোত্তর(অ্যাডভান্স ) ডিপ্লোমা কোর্স চালু আছে।

Previous articleBharat Sevashram Sangha: নীতি শিক্ষার পাঠ দিচ্ছে ভারত সেবাশ্রমের ইংরেজি মাধ্যম স্কুল
Next articleMamata Banerjee: অ্যালেন পার্কে বড়দিনের উৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী, জনপ্রিয় গানেরও শব্দ বদল মমতার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here