Jessore Road:বনগাঁয় সাতসকালে ট্রাকের ধাক্কায় মৃত্যু গৃহবধূর : দেখুন ভিডিও

0
224

দেশের সময়, বনগাঁ:ফের বনগাঁয় পথ দুর্ঘটনার বলি হলেন একজন। মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার সময় ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক গৃহবধূর। দেখুন ভিডিও

মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার এক নম্বর রেলগেট সংলগ্ন এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে , এদিন সকালে  কলকাতার দিক একটি ট্রাক দ্রুত গতিতে আসছিল বনগাঁ শহরের দিকে । ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে  উল্টে যায় এবং ওই ট্রাকে মাথায় আঘাত লেগে গুরুতর জখম হন স্থানীয় সুভাষপল্লী এলাকার  লক্ষ্মী বিশ্বাস নামে এক গৃহবধূর । খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মহিলাকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ।

পরিবার সূত্রে জানা গেছে, অন্যন্যদিনের মতো এদিনও লক্ষ্মী দেবী তার মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি ফিরছিলেন ।সেই সময় যশোর রোডে ট্রাক দূর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়  লক্ষ্মী বিশ্বাসের ।

স্থানীয় বাসিন্দাদের কথায় ট্রাক দুর্ঘটনায় মৃত্যু যেন বনগাঁ শহরের রোজনামচা হয়ে দাঁড়িয়েছে ৷

Previous articleAshokenagarঅশোকনগরে প্রতিবাদ কর্মসূচির কাছেই তরুণীকে কটূক্তি, প্রতিবাদ করায় বন্ধুকে মার মত্ত যুবকদের
Next articleArt Exhibition মানুষের মনের মধ্যে বিশ্বাস ‘কে আরও অটুট রাখার তাগিদে চারুবাসনা আর্ট গ্যালারিতে পাঁচজন শিল্পীর চিত্র প্রদর্শনী : দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here