দেশের সময় ওয়েবডেস্কঃ জম্মু-কাশ্মীরে জঙ্গি দমনে আবারও সাফল্য পেল ভারতীয় সেনা। বৃহস্পতিবার ৫ সন্ত্রাসবাদীকে খতম করেছে তাঁরা। দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় এদিন ভোরে এনকাউন্টারে মৃত্যু হয় ৫ জঙ্গির।
ওই জেলার খাদ্দের এলাকায় কিছু জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর পেয়েছিল নিরাপত্তারক্ষীরা। সেই প্রেক্ষিতেই শুরু করা হয়েছিল তল্লাশি অভিযান। ভারতীয় সেনার সঙ্গে জম্মু-কাশ্মীর পুলিশ যৌথ অভিযান চালিয়েছিল। তাতেই আসে সাফল্য। তবে কুলগাম এবং খাদ্দের এলাকায় আরও কিছু জঙ্গি লুকিয়ে রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তাদের খোঁজে তল্লাশি অভিযান এখনও জারি রয়েছে।
এলাকার জঙ্গল থেকে এখনও বেশ কয়েকবার গুলির আওয়াজ পাওয়া গেছে বলে সূত্রের খবর। অনুমান, বাকি জঙ্গিরা পাল্টা আক্রমণের কোনও ছক করছে। তবে তৈরি রয়েছে নিরাপত্তাবাহিনীও। আশা করা হচ্ছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও কয়েকজন জঙ্গির হদিশ পাওয়া যাবে। চলতি মাসের শুরুর দিকে শ্রীনগরে এক জঙ্গিকে এনকাউন্টারে খতম করেছিল ভারতীয় সেনা। একাধিক পরিযায়ী শ্রমিক হত্যায় জড়িত ছিল সে।
https://x.com/KashmirPolice/status/1869558210962903278?t=HYfH1xfCN-oofOfLjjR4xA&s=19
এদিকে জম্মু-কাশ্মীরে অন্য এক আতঙ্ক সৃষ্টি হয়েছে। ‘রহস্যজনক’ রোগের প্রকোপ দেখা দিয়েছে জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায়। কী রোগে মৃত্যুগুলি ঘটছে তা কারও কাছে স্পষ্ট হচ্ছে না। এই কারণে উদ্বেগ বেড়েছে কেন্দ্রীয় সরকারেরও। ইতিমধ্যে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করা হচ্ছে বিষয়টি নিয়ে।
কিছুদিন ধরে অসুস্থ থাকার পর তাদের মৃত্যু হয়েছে। এমনকী হাসপাতালে নিয়ে গিয়েও কোনও লাভ পাওয়া যায়নি। এই অবস্থায় বিশেষজ্ঞদের একটি টিম রাজৌরি জেলায় পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি বায়োসেফটি লেভেল-৩ মোবাইল ল্যাবরেটরি পাঠানো হয়েছে সেখানে। স্থানীয় প্রশাসন এবং চিকিৎসকদের সঙ্গে যৌথভাবে কাজ করবে কেন্দ্রীয় দল।