Jammu:জম্মুতে একই পরিবারের ৬ জনের রহস্যমৃত্যু

0
415

দেশের সময়: জম্মুতে একই পরিবারের ৬ জনের রহস্যমৃত্যু। বুধবার সকালে বাড়িতেই তাঁদের দেহ উদ্ধার হয়। খবর চাউর হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ এসে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

এটি খুন নাকি আত্মহত্যা তা নিয়ে এখনও ধন্দ রয়েছে। তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম সাকিনা বেগম, তাঁর দুই মেয়ে নাসিমা আখতার ও রুবিনা বানো, ছেলে জাফর সালিম এবং দু’জন নিকটাত্মীয় নুর উল হাবিব ও সাজাদ আহমেদ। জম্মুর সিধরা এলাকায় একটি বাড়ি থেকে দেহগুলি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সবক’টি দেহ নিয়ে যাওয়া হয়েছে শহরের সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে।

Previous articleBJP : হাতে লাঠি রাখুন, কর্মীদের বার্তা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের, বিতর্ক
Next articleRajasthan :দলিত ছাত্র হত্যায় উত্তাল রাজস্থান, কংগ্রেস বিধায়কের পর ইস্তফা ১২ কাউন্সিলরের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here