Jamai Sasthi 2022: জামাই ষষ্ঠী-তে চন্দ্রচুঁড় দই আর কাঁচাগোল্লা অপরিহার্য বনগাঁয়

0
2119

অর্পিতা বনিক, বনগাঁ: বাঙালির বারো মাসে তেরো পার্বণ। সারা বছরই কোনও না কোনও উৎসবের পালা চলতে থাকে। শীতের মতো গ্রীষ্মকালও উৎসবমুখর। হাতে মাত্র আর এক দিন। ৫ জুন, রবিবার ঘরে ঘরে পালিত হবে জামাইষষ্ঠী। ব্যস্ততম যুগে আদরের জামাইকে নিজে হাতে পঞ্চব্যঞ্জন রেঁধে খাওয়ানোর সুযোগ খুব কমই পান শাশুড়ি মায়েরা। তাই এমন দিন কোনও ভাবেই হাতছাড়া করতে চান না তাঁরা।

জামাইষষ্ঠী-তে জামাই আদরে যাতে কোনও ঘাটতি রাখতে চাইছেন না শ্বশুর শাশুড়িরা। সকাল থেকেই বিভিন্ন বাজারগুলিতে উপচে পড়া ভিড়। জমজমাট বাজার। রকমারি মাছের সম্ভার। ইলিশ, ভেটকি, চিংড়ি, তোপসে… কী নেই বাজারে! জামাইষষ্ঠী বলে কথা। তাই ট্যাকের টাকা খসিয়ে চড়া দামেই বাজার সারলেও সব কিছুর মধ্যে চন্দ্র চুঁড় দই- আর কাঁচা গোল্লা কিনতেও ভিড় জমিয়েছেন শ্বশুর-শ্বাশুড়ি-রা৷

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়,রাখালদাস বন্দ্যোপাধ্যায় বা দীনবন্ধু মিত্রের শহর বনগাঁ, সাহিত্যের পাশাপাশি গোটা রাজ্য ছাড়িয়ে ও বিদেশে যে কারণে এই শহরের নাম ছড়িয়ে পড়েছে তা হলো কাঁচা গোল্লা এবং চন্দ্রচূড় দই, সময়ের সাথে সাথে বদলেছে পরিস্থিতি, কিন্তু এই চন্দ্রচূড় দই বা কাঁচাগোল্লা হারায়নি তার ঐতিহ্য, হারায়নি তার কৌলিন্য ৷ দেখুন ভিডিও:

সারা বছর এর যেমন চাহিদা থাকে উৎসবের দিনগুলিতে এই দইয়ের চাহিদা হয় আরও দ্বিগুণ , বাড়িতে অতিথি এলে অথবা কেউ বনগাঁ থেকে ভিন রাজ্যে হোক বা ভিনদেশে ঘুরতে গেলেও উপহার স্বরুপ নিয়ে যান এই কাঁচাগোল্লা বা চন্দ্রচূড় দধি, জানা গেছে আজ থেকে প্রায় ৭০ থেকে ৭৫ বছর আগে বনগাঁর যোগেন চন্দ্র ঘোষ এই চন্দ্রচূড় দই এর আবিষ্কার করেন ,বর্তমানে তৃতীয় প্রজন্মের পুরুষেরা দোকান সামলাচ্ছেন৷

বর্তমান প্রজন্মের অলোক ঘোষ দাবি করেন, আগের মত দুধ পাওয়া যায় না সে কারণে স্বাদে হয়ত কিছু পরিবর্তন হয়েছে, তবে আমরা চন্দ্রচূড় দই বানানোর ক্ষেত্রে কোন আপোষ করি না৷

কাঁচাগোল্লা প্রস্তুতকারক রতন কুন্ডু বলেন, আমাদের এসব মিষ্টির চাহিদা যেমন এপারে রয়েছে ঠিক তেমনি বাংলাদেশেও তার সমান চাহিদা ৷বর্তমানে প্রায় দিনরাত এক করেই মিষ্টি প্রস্তুত করছেন তারা, এ বিষয়ে এক স্থানীয় শিক্ষক বলেন ,সাহিত্যের সাথে মিষ্টির একটা গভীর সম্পর্ক রয়েছে এ শহরে, একটা সময় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য সাহিত্যিকেরা ও মিষ্টির দোকানে আড্ডা জমাতেন৷বর্তমান সময়ে হয়তো অনেক আধুনিক মিষ্টি এসেছে বাজারে, কিন্তু জনপ্রিয়তায় ভাটা পড়েনি কাঁচাগোল্লা বা চন্দ্রচুঁড় দই এর৷

Previous articleRoddur Roy: ‌ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, রোদ্দুর রায়ের বিরুদ্ধে দায়ের হল এফআইআর
Next articleBagda Gang Rape: বাংলাদেশি তরুণীকে গণধর্ষণ, বাগদার দুই যুবকের ২০ বছর কারাদণ্ডের নির্দেশ আদালতের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here