IT Raids বনগাঁয় বাটার মোড় এলাকায় একটি কসমেটিক্স- এর দোকানে হিসাব-বহির্ভূত টাকার খোঁজে তল্লাশি আয়কর দফতরের : দেখুন ভিডিও

0
221

দেশের সময় বনগাঁ বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে বনগাঁর বাটামোড় সংলগ্ন টাউন মার্কেট এলাকায় একটি কসমেটিক্স – এর দোকানে হানা দেয় বনগাঁ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, তাদের কাছে খবর ছিল যে, বনগাঁ-সহ উত্তর ২৪ পরগনার লোকসভা কেন্দ্রগুলিতে ভোটের আগে হিসাব-বহির্ভূত টাকা রাখা হয়েছে ওই দোকানে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বনগাঁর বিডিও কৃষ্ণেন্দু ঘোষ এবং নির্বাচন কমিশনের আধিকারিকেরা। টাকার অঙ্ক বেশি থাকার কারণে আয়কর দফতরে খবর দেওয়া হয়। দেখুন ভিডিও

পুলিশের তরফে খবর পেয়ে গভীর রাতে কলকাতা থেকে আয়কর দফতরের তিন আধিকারিক এসে পৌঁছন বনগাঁয়। টাকার উৎস জানতে চাওয়া হয় ওই ব্যবসায়ীর কাছে।

ব্যবসায়ী টাকার উৎস সম্পর্কে আয়কর আধিকারিকদের কাছে সঠিক বা গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পারেননি বলে সূত্রের খবর। সারা রাত ব্যবসায়ীর দোকানে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চালান আয়কর আধিকারিকেরা। শুক্রবার দুপুরেও ঘটনাস্থল ঘিরে রেখেছে বনগাঁ থানার পুলিশ। চলছে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ ।

লোকসভা ভোটের সময় ‘হিসাব-বহির্ভূত টাকা’র সন্ধান মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্ত শহরে । তবে টাকার পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি।

Previous articleLok Sabha Election 2024বলছে গুলি করে দাও, কিন্তু আমি ভয় পাই না,নিজের জন্য বাঁচতে চাই না, দেশবাসীর সেবা করতেই জন্মেছি: মোদী
Next articleLok Sabha Election 2024বাংলায় হিন্দুদের দ্বিতীয় শ্রেণির নাগরিক করে রেখেছে তৃণমূল! নরেন্দ্র মোদী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here