ISIS Terrorist Arrest: বাংলাদেশ থেকে ভারতে ঢুকতেই গ্রেফতার আইসিস প্রধান ফারুকি ও তার শাগরেদ

0
145

দেশের সময় ওয়েবডেস্কঃ  পরিকল্পনা ছিল ভারতে বড়সড় হামলা চালানোর। সেই লক্ষ্যেই কাঁটাতারের ওপার থেকে ভারতে ঢুকেছিল দুইজন। কিন্তু গোয়েন্দাদের তৎপরতায় বানচাল হল সেই ছক। পুলিশের হাতে ধরা পড়ল দুই আইসিস জঙ্গি। ধৃতদের মধ্যে একজন ভারতে আইসিস জঙ্গি গোষ্ঠীর প্রধান, অপরজন তাঁর সঙ্গী। মঙ্গলবার ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে অসমের ধুবরি জেলা থেকে গ্রেফতার করা হয় ওই দুই জঙ্গিকে।দেশের নানা সন্ত্রাসমূলক কাজের সঙ্গে জড়িয়েছে এই দুই নেতার নাম। এনআইএ ছাড়াও দিল্লি ও লখনউ পুলিশের তালিকায় ছিল দুই নেতার নাম। ধৃতদের এরপর এনআইএ-র হাতে তুলে দেওয়া হতে পারে বলে খবর।

সূত্রের খবর, সীমান্ত পেরিয়ে দেশে ঢোকার ছক ছিল আইসিস প্রধানের। সেই খবর পেয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সতর্ক করা হয়েছিল অসম পুলিশকে। গোটা সীমান্ত এলাকা জুড়ে কড়া নজর রাখছিল অসম পুলিশের এসটিএফ। বৃহস্পতিবার সকালে সীমান্ত পেরিয়ে ঢোকার সময়েই হাতেনাতে ধরা পড়ে আইসিসের ভারতীয় শাখার প্রধান ফারুকি ও তার শাগরেদ আইসিসের আরও এক শীর্ষ নেতা।

সূত্রের খবর, বাংলাদেশ থেকে বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল ফারুকি। দীর্ঘদিন ধরেই জাতীয় তদন্তকারী সংস্থার ‘মোস্ট ওয়ান্টেড জঙ্গি’ তালিকায় তার নাম ছিল। জানা গেছে, ধুবুরি থেকে গ্রেফতার করে ফারুকিকে গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়েছে।

অসম পুলিশের প্রধান জনসংযোগ আধিকারিক প্রণব জ্যোতি গোস্বামী জানিয়েছেন, ফারুকি এবং তার সঙ্গীকে ধর্মশালা এলাকা থেকে এসটিএফ গ্রেফতার করেছে। ইসলামিক স্টেটে নিয়োগ, অবৈধ ভাবে টাকা তোলা সহ একাধিক কার্যকলাপের সঙ্গে জড়িত হারিস ফারুকি। সীমান্ত এলাকায় নাশকতামূলক কাজকর্ম চালানোর জন্য তাকে খুঁজছিল পুলিশ।

ফারুকির প্রধান সহযোগীর নাম অনুরাগ সিং। সে পানিপথের বাসিন্দা। তাকেও গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা অফিসাররা জানাচ্ছেন, নাম বদলে নিজের নাম অনুরাগ রেখেছে ওই জঙ্গি নেতা। নিজের নাম ও ঠিকানা বারে বারেই বদল করে নানা জায়গায় থাকছিল সে।  তার স্ত্রী বাংলাদেশের নাগরিক বলেও জানা গেছে।

Previous articleBSF: এবার সোনার তৈরি জাল এটিএম কার্ড সহ ‌‌৯৫ লক্ষ টাকার সোনা বাজেয়াপ্ত করল বিএসএফ, গ্রেপ্তার দুই
Next articleMS Dhoni: আইপিএলের ২৪ ঘণ্টা আগে নেতৃত্ব ছাড়লেন ধোনি, চেন্নাই সুপার কিংসের নয়া অধিনায়ক এক অনামী তারকা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here