IPLআইপিএল ফাইনালে অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপন ,বিশেষ সম্মান জানানো হবে দেশের সশস্ত্র বাহিনীকে , উদ্যোগ বিসিসিআই BCCI-এর

0
138

ভারত পাকিস্তান অশান্তির জেরে কিছুদিন বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে আইপিএলIPL। সেই আইপিএল এ বার শেষের দিকে দাঁড়িয়ে রয়েছে। বাকি রয়েছে আর পাঁচটা ম্যাচ। সূচি ও ভেন্যুতে বদল এনে বিসিসিআই BCCI সফলভাবে আইপিএল IPL শেষ করাকে পাখির চোখ করেছে। আর এ বার আইপিএল IPL শেষটাকে স্মরণীয় করতে বিশেষ উদ্যোগ নিয়েছে BCCI। IPL-এর ফাইনালের দিন ভারতের সশস্ত্র বাহিনীকে সম্মান জানানোর উদ্যোগ নিল বোর্ড।

প্রসঙ্গত, ৩ জুন আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে আইপিএল ফাইনাল। বিসিসিআইয়ের তরফে ইতিমধ্যেই চিফ অফ ডিফেন্স স্টাফ, চিফ অফ আর্মি স্টাফ, চিফ অফ নেভি স্টাফ ও চিফ অফ এয়ার স্টাফকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আইপিএল IPL বন্ধ থাকার পর ফের যখন শুরু হয় সেই সময় প্রতিটা ম্যাচের শুরুতে BCCI সিদ্ধান্ত নিয়েছিল জাতীয় সঙ্গীত বাজানো হবে এবং অপারেশন সিঁদুরের জন্য সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানানো হবে। সেটাই করা হয়েছে। এ বার ফাইনালের দিনেও সশস্ত্র বাহিনীকে সম্মান জানানো হবে। সেই কারণের জন্য ভারতের তিন বাহিনীর প্রধান, শীর্ষকর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

৩ জুন আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত হবে IPL ফাইনাল। লড়াইয়ে রয়েছে চার দল। এই ফাইনালটাই ইডেন হওয়ার কথা ছিল, যেটা আবহাওয়ার কথা বলে BCCI সরিয়ে নেয় আমেদাবাদে। সেখানে এ বার বিশেষ অতিথি হিসেবে তিন বাহিনীর কর্তারা থাকবেন।

BCCI সচিব দেবজিৎ সইকিয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমরা ভারতের তিন সশস্ত্র বাহিনীর প্রধানকে (জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠি, এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং) উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছি। অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপনের জন্য এই পদক্ষেপ নিয়েছি।’
গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার জবাব দেয় ভারত অপারেশন সিঁদুর দিয়ে। ৭ মে পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটি উড়িয়ে দেয় ভারত। এর পর পাকিস্তান ভারতে আক্রমণ করে, কিন্তু নৌ, বায়ু ও স্থল সেনা হাত মিলিয়ে সেটা রুখে দেয় এবং পাল্টা পাকিস্তানের একাধিক বায়ুসেনা ঘাঁটিতেও হামলা চালায়।

প্রসঙ্গত, এর আগেও দেশের সশস্ত্র বাহিনীকে সম্মান জানিয়েছে বিসিসিআই। ২০১৯ সালে পুলওয়ামায় ৪৪ জওয়ান শহিদ হওয়ার পর চেন্নাইয়ের স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে শহিদদের সম্মান জানাতে মিলিটারি ব্যান্ডের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। 

Previous articleKolkata Music Festival 2025: A Musical Tribute to Medical Professionals
Next articleসুপ্রিম-নির্দেশ মেনে বাতিল-সহ ৪৪২০৩ শূন্যপদে শিক্ষক-অশিক্ষক নিয়োগ নোটিস ৩০ মে, আবেদন ১৬ জুন থেকে: SSC নিয়ে বড় ঘোষণা মমতার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here