International day of Indigenous people World Tribal Day 9 th August: বিশ্ব বনবাসী,গিরিবাসী,জনজাতি দিবস

0
528

ড. কল্যাণ চক্রবর্তী : ভারতীয় ডাকবিভাগ ১৯৮১ সালে ভীল, টোডা, নাগা এবং মারিয়া — এই চারটি বনবাসীদের উপর চারটি ডাকটিকিট প্রকাশ করেছিল, প্রতিটির দাম ১ টাকা।


১৯৯১ সালে চারটি দেশীয় কৌমসমাজের লোকনৃত্যের উপর চারটি ডাকটিকিট প্রকাশ করে; লোকনৃত্যগুলি হচ্ছে — কায়াঙ্গ, ভেলাকালি, হোজাগিরি এবং ভালার (দাম যথাক্রমে ৪, ৬.৫, ৫ এবং ২.৫ টাকা)
১৯৯৯ সালে আঙ্গামি বনবাসী মানুষের অলংকার নিয়ে ডাকটিকিট প্রকাশ করে।

এছাড়াও বিভিন্ন জনজাতি-নৃত্যের ছবিও ডাকটিকিটে স্থান পেয়েছে। সম্মানিত হয়েছেন বনবাসী নেতা বীরসা মুণ্ডাও।

Previous articleRakhi Bandhan: বনগাঁর ইছামতী নদীর কচুরিপানা দিয়ে তৈরি রাখীই যাচ্ছে দেশের নয়া রাষ্ট্রপতির কাছে
Next articleBirbhum Road Accident:বড় দুর্ঘটনা বীরভূমে, সরকারি বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ,মৃত ৯ জন অটো যাত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here