Industry প্রদীপের হাত ধরেই শিল্পের সম্ভাবনা দেখছে বনগাঁবাসী দেখুন ভিডিও

0
111
অর্পিতা বনিক দেশের সময়

বনগাঁ : নিজের দক্ষতায় প্রতিষ্ঠিত হতে হবে এই ভাবনাটাই তার মাথায় ঘুরপাক খেত ছোট থেকে । স্কুল কলেজের গন্ডি পার করতেই ঝাপিয়ে পড়েন বাণিজ্য জগতে ।

প্রথমে সীমান্ত বাণিজ্য শুরু করেন তারপর বিএড কলেজ গড়ে ফের শিক্ষা জগতে প্রবেশ এবার শিল্প জগতে পা রাখলেন বনগাঁর ছেলে প্রদীপ দে ।

জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রবিবার উত্তর ২৪ পরগনার বনগাঁর ছয়ঘরিয়ার গীর্জা এলাকায় সাড়ে ছয় বিঘা জমিতে প্লাইউড কারখানার চালু করলেন প্রদীপ বাবু। দেখুন ভিডিও

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়ার পেট্রাপোল বন্দরের ম্যানেজার কমলেশ সাইনি , এস ডিপিও অর্ক পাঁজা, বনগাঁ চেম্বার অব কমার্সের সভাপতি , সম্পাদক বিনয় সিংহ ও কল্যাণ তারণ সহ অন্যান্য বিশিষ্টজনেরা ।

স্থানীয় শিক্ষক দীলিপ ঘোষ বলেন, প্রদীপের হাত ধরেই বনগাঁয় সূচনা হল শিল্পের আগামী দিনে আরও শিল্প গড়ে উঠতে পারে এই শহরে আশাবাদী তাঁরা ।

Previous articlePuri Rath Yatra পুরীতে গড়াল জগন্নাথদেবের রথের চাকা, লোকারণ্য,রথের রশিতে টান রাষ্ট্রপতির , মহোৎসবে দমবন্ধ হয়ে মৃত্যু পুণ্যার্থীর ,পদপিষ্টের পরিস্থিতিতে জখম কয়েক জন
Next articleRath Yatra: চন্দননগরের লক্ষ্মীগঞ্জ বাজারের রথ দেখতে পূণ্যার্থীদের ভিড়: দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here