দেশের সময় ওয়েবডেস্কঃ লাদাখের গালওয়ান উপত্যকার রক্তাক্ত সংঘর্ষের পর প্রথমবারের মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখোমুখি দেখা হল চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের।
মঙ্গলবার ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষ বৈঠকের নৈশভোজে এ দুই রাষ্ট্রনেতার দেখা হয়। পরে করমর্দন করেন মোদি এবং জিনপিং। কিছুক্ষণ কথাও বলেন তাঁরা। তবে লাদাখকাণ্ডের পর এই প্রথম জনসমক্ষে তাঁদের দেখা গেলেও দুই রাষ্ট্রনেতার পার্শ্ববৈঠকের সম্ভবনা নেই বলে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রণালয়।
তিন বছর আগে তামিলনাড়ুর মল্লপুরমে শেষবার পাশাপাশি দেখা গিয়েছিল তাঁদের দু’জনকে। সে সময় দ্বিপাক্ষিক কূটনীতিতে ছিল বন্ধুত্বের বার্তা।
#WATCH | Prime Minister Narendra Modi meets Chinese President Xi Jinping and US Secretary of State Antony Blinken at G20 dinner hosted by Indonesian President Joko Widodo in Bali, Indonesia.
— ANI (@ANI) November 15, 2022
(Source: Reuters) pic.twitter.com/nZorkq4R1Y
প্রসঙ্গত, ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পরেই চিনের প্রেসিডেন্টের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে সক্রিয় হয়েছিলেন মোদি। নিজের রাজ্য গুজরাটে নিয়ে গিয়েছিলেন জিনপিংকে। ২০২০ সালের গালওয়ানকাণ্ডের পর সেই প্রচেষ্টায় ইতি পড়ে গিয়েছিল। গত সেপ্টেম্বরে উজবেকিস্তানের সমরকন্দে সাংহাই কোঅপারেশনের শীর্ষ বৈঠকে মোদি এবং জিনপিংয়ের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত দুই রাষ্ট্রনেতার দেখা হয়নি।