দেশের সময় : গত ১৫ অগস্ট ২০২১(রবিবার) রাত বারোটায় ঘোষণা হয় ইন্ডিয়ান আইডল ১২-র গ্র্যান্ড ফিনালের (Indian Idol 12 Grand Finale) ফলাফল। সবাইকে পিছনে ফেলে চ্যাম্পিয়ান হন উত্তরাখণ্ডের পাহাড়ি পবনদীপ রাজন। সেখানে দ্বিতীয় স্থানে ছিলেন বাংলার বনগাঁর মেয়ে অরুণিতা কাঞ্জিলাল। এবার ইন্ডিয়ান আইডলের (13) -এর চুড়ান্ত পর্বে ফার্স্ট রানার আপের তকমা ছিনিয়ে নিলেন বনগাঁর মেয়ে দেবস্মিতা রায়৷
বনগাঁর কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের মেয়েটার গানের সুর গোটা পাড়াকে মাতিয়ে রাখত ছোট থেকেই। স্বভাবে শান্তশিষ্ট মেয়েটা পড়াশোনা আর গান ছাড়া অন্য দিকে মন দেয়নি কখনোই। সেই গানের সুরই তাকে পৌঁছে দিল ইন্ডিয়ান আইডলের (13) স্বপ্নের মঞ্চে।
বনগাঁর দেবস্মিতা রায়ের (Deboshmita) সেই অধ্যবসায় বিফলে যায়নি। চুড়ান্ত পর্বে ফার্স্ট রানার আপের তকমা ছিনিয়ে আনতে পেরেছেন ২২ বছরের দেবস্মিতা। একটুর জন্য প্রথম স্থান মিস হলেও সে নিয়ে বিশেষ আফসোস নেই তাঁর। কারণ ইতিমধ্যেই বিচারকরা মুগ্ধ দেবস্মিতার সুরে। পাশাপাশি, বলিউডে প্লেব্যাকের সুযোগও ইতিমধ্যেই তাঁর ঝুলিতে।
বাবা দেবপ্রসাদ রায়ের কাছেই গানে হাতেখড়ি দেবস্মিতার। ক্লাসিক্যাল এবং পুরনো দিনের ছবির গানেই বারবার বিচারক থেকে দর্শক সকলকে মুগ্ধ করেছেন দেবস্মিতা। ফাইনালে আশা ভোসলের গাওয়া ‘জব ছায়ে মেরা জাদু’ গেয়েই ফার্স্ট রানার আপের খেতাব জিতে নিলেন তিনি। বনগাঁবাসীর কাছে আজ গর্বের দিন। দেবস্মিতার জয়ে উচ্ছ্বসিত সকলেই।