তার গানের সুর গোটা পাড়াকে মাতিয়ে রাখত ছোট থেকেই। শান্ত স্বভাবের শান্তশিষ্ট মেয়েটা পড়াশোনা আর গান ছাড়া অন্য দিকে মন দেয়নি কখনোই। সেই গানের সুরই তাকে পৌঁছে দিয়েছে ইন্ডিয়ান আইডলের (13) স্বপ্নের মঞ্চে।
আশা ভোসলের গাওয়া ‘জব ছায়ে মেরা জাদু’ গেয়েই ফার্স্ট রানার আপের খেতাব জিতে ছিলেন তিনি তা আজ আর কারও অজানা নয় ।
মুম্বই থেকে সদ্য ফিরেছেন বনগাঁর বাড়িতে। দেশের সময় ~ এর সঙ্গে গল্প গানে কথায় দেবস্মিতা জানালেন তাঁর একান্ত মনের কথা ~দেখুন ভিডিও
এবার লক্ষ্য প্লেব্যাক সিঙ্গার হওয়ার! পয়লা বৈশাখে আসছে তাঁর নতুন বাংলা গান একান্ত সাক্ষাৎকারে দেশের সময় -এর প্রতি নিধি অর্পিতাকে জানালেন দেবস্মিতা ।