
সোমবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’কে ‘নিউ নর্ম্যাল’ বলে ব্যাখ্যা করেন তিনি। মোদী জানিয়েছেন, অপারেশন স্থগিত রাখা হয়েছে।
ভারত-পাক সংঘর্ষের জেরে বিমানসংস্থাগুলি নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছিল আগেই। দ্বদ্বের আবহে বাতিল হয়েছিল বহু বিমান। শনিবারের অস্ত্রবিরতি ঘোষণার পর, সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশে ভাষণ দিয়ে পরিস্কার করেছে পরিস্থিতি প্রসঙ্গ। তবে সুরক্ষার কথা মাথায় রেখে বিমান সংস্থাগুলি জানাল তাদের সিদ্ধান্তের কথা।

ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া ঘোষণা করেছে, মঙ্গলবার শ্রীনগর, জম্মু, অমৃতসর, চণ্ডীগড় এবং আরও তিনটি সীমান্তবর্তী শহর থেকে যাওয়া আসার সমস্ত বিমান বাতিল করেছে।
https://x.com/airindia/status/1922040584912388568?t=8fDG1j0q13el-NKXBva6Qg&s=19

বিমান সংস্থা ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া জানিয়েছে, যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে, মঙ্গলবার দেশের সাত শহরে বিমান চলাচল স্থগিত রাখতে তারা। যাত্রীদের উদ্দেশে বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া সমাজমাধ্যমে জানিয়েছে, ‘সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে এবং আপনাদের নিরাপত্তার কথা মাথায় রেখে, ১৩ মে মঙ্গলবার জম্মু, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোট থেকে আসা এবং যাওয়ার বিমানগুলি বাতিল করা হয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’ যাত্রীদের যথাসময়ে পরবর্তী আপডেট জানানো হবে বলেও জানিয়েছে সংস্থা।

https://x.com/IndiGo6E/status/1921990977180275072?t=NNc6wRBFZi7jt7RnLzzQBA&s=19

ইন্ডিগো জম্মু, অমৃতসর, চণ্ডীগড়, লেহ, শ্রীনগর এবং রাজকোট থেকে যাওয়া আসার বিমান বাতিল করেছে বলে জানানো হয়েছে সংস্থার তরিফে। যাত্রীদের বিমান বন্দরে যাওয়ার আগে, বিমানের স্ট্যাটাস দেখার জন্য অনুরোধ জানিয়েছে বিমান সংস্থা।
