
অবৈধভাবে বসবাসকারীদের দেশ থেকে তাড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতিই একাধিক অনুপ্রবেশের ঘটনার পর ভারতের নাগরিকরাও চাইছেন, অবৈধ বসবাসকারীদের রুখতে কড়া পদক্ষোপ করুক সরকার। জনগণের সেই দাবি পূরণ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। শীঘ্রই বড় বদল আসতে পারে অভিবাসন বা ইমিগ্রেশন নীতিতে। এমনটাই সূত্রের খবর।
চলতি বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বেই লোকসভায় ইমিগ্রেশন অ্যন্ড ফরেনার্স বিল ২০২৫ এনেছে সরকার। সেই বিলে ভারতে অবৈধ বসবাস নিয়ে কড়া শাস্তির নিদান রয়েছে। প্রস্তাবিত বিলে বলা হয়েছে, বিদেশি নাগরিক অবৈধভাবে বসবাস করতে ধরা পড়লে ৭ বছর পর্যন্ত জেল হতে পারে। পাশাপাশি ১ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানাও করা হতে পারে।
ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও কোনও বিদেশি নাগরিক ভারতে থাকছেন কি না, তা জানতে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। হোটেল, বিশ্ববিদ্যালয় থেকে সরকারি-বেসরকারি হাসপাতালগুলিকে এই বিষয়ে তথ্য বাধ্যতামূলকভাবে জানাতে হবে।

বর্তমানে চারটি আইন রয়েছে বিদেশি নাগরিক ও অভিবাসন নিয়ে। এগুলি হল পাসপোর্ট আইন (১৯২০), বিদেশি নাগরিক নিবন্ধন আইন (১৯৩৯), বিদেশি নাগরিক আইন (১৯৪৬) এবং অভিবাসন আইন (২০০০)। এই চারটি পৃথক আইনের বদলে এ বার একটিই আইন চালু করতে চাইছে কেন্দ্র। নতুন বিলে অনেক আইনে পরিবর্তন আনা হয়েছে। আবার নতুন ধারাও যোগ করা হয়েছে।


