দেশের সময় : স্কুল জীবনের শেষ পরীক্ষা। এর পরেই শুরু হবে কলেজ বিশ্ববিদ্যালয়ের জীবন। তবে, সেখানে পা রাখার আগে অতিক্রম করতে হবে উচ্চ মাধ্যমিক স্তর। পরীক্ষার আগের মুহূর্তে এবং পরীক্ষার সময় বিশেষ কিছু বিষয়ে নজরে রাখা প্রয়োজন।
পরীক্ষার্থীরা কী করবেন এবং কী করবেন না, তা জানিয়ে নির্দেশিকা প্রকাশ করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। নির্দেশিকায় বলা হয়েছে-
প্রত্যেক পরীক্ষার দিন অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট আনতে হবে।
প্রথম দিন পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগে পৌঁছে যেতে হবে পরীক্ষাকেন্দ্রে।
বাকি দিনগুলি পরীক্ষা শুরু হওয়ার আধ ঘণ্টা আগে পৌঁছে যেতে হবে পরীক্ষাকেন্দ্রে ৷
প্রত্যেক পরীক্ষার দিন অ্যাটেনডেন্স কাম সিগনেচার রোল (এএসআর)-এই সই করতে হবে পরীক্ষার্থীদের।
পেন, পেনসিল, রবার অন্য পরীক্ষার্থীদের থেকে নেওয়া যাবে না।
দুপুর ১২টা ৪৫ মিনিটের আগে পরীক্ষা শেষ করে বার হওয়া চলবে না।
পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা পর শৌচালয়ে যেতে পারবেন পরীক্ষার্থীরা। তখন খাতা এবং প্রশ্নপত্র নিজের বেঞ্চে রেখে যেতে হবে।
নির্দিষ্ট কিছু বিষয়ে ক্যালকুলেটর ছাড়া অন্য কোনও বৈদ্যুতিন যন্ত্র নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করা যাবে না।
আগামী ১৪ মার্চ থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা।মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষ ৫২হাজার, যা গতবারে তুলনায় এক লক্ষ ৭ হাজার বেশি। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৪৫ হাজার। মোট ২৩৪৯টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।
সকাল দশটা থেকে দুপুর ১ টা ১৫ মিনিট পর্যন্ত হবে পরীক্ষা। পরীক্ষা কেন্দ্রের প্রত্যেকটি পরীক্ষা হলে দু’জন করে নজরদারির জন্য শিক্ষক-শিক্ষিকা থাকবেন। এবারও বাংলা ইংরেজি হিন্দি ও অলচিকি এই চার ভাষায় প্রশ্নপত্র করা হচ্ছে বলেই জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবছর প্রায় ১৪০০ জন প্রধান পরীক্ষক এবং ৫৫ হাজার পরীক্ষক নিয়োগ করা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। সংসদের তরফ থেকে চালু করা হয়েছে কন্ট্রোল রুমও।
০৩৩ ২৩৩৭০৭৯২ এই কন্ট্রোল রুম থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যে-কোনও সহযোগিতা পাবেন ছাত্র-ছাত্রীরা বলেই সংসদ জানিয়েছে ৷
এদিন সংসদের তরফে পরীক্ষার্থীদের গুজবে কান না দেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে এবার ট্রেন নিয়েও পদক্ষেপ সংসদের৷
অন্যদিকে, কোন স্কুলের পড়ুয়াদের আসন কোন স্কুলে পড়েছে, তার তালিকা রবিবার রাতেই সংসদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।পরীক্ষার্থীদের প্রথম দিন পরীক্ষা শুরুর অন্তত এক ঘণ্টা আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হবে। অন্যান্য দিন আধঘণ্টা আগেও পৌঁছালেও চলবে। পরীক্ষা শুরুর অন্তত দশ মিনিট আগে সমস্ত পরীক্ষার্থীকে নিজ নিজ সিটে বসে পড়তে হবে।
এবছর মোট ২০৬ টি পরীক্ষাকেন্দ্রকে সংবেদনশীল বলে চিহ্নিত করা হয়েছে। সংবেদনশীল পরীক্ষাকেন্দ্রগুলিতে মেটাল ডিটেকটার ব্যবহার করে পরীক্ষার্থীদর কাছে মোবাইল ফোন কিংবা অন্য কোনও বৈদ্যুতিন যন্ত্রপাতি রয়েছে কিনা পরীক্ষা করা হবে। আবার 206 টি সংবেদনশীল পরীক্ষাকেন্দ্রের মধ্যে অত্যন্ত সংবেদশীল কেন্দ্রগুলিতে প্রথমবার রেডিও ফ্রিকোয়েনসি ডিটেকটর (আরএফডি) পাইলট প্রজেক্ট হিসাবে ব্যবহার করা হবে। সবমিলিয়ে আটোঁসাটো নিরাপত্তা ব্যবস্থার সঙ্গেই রাজ্য জুড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা।