
পেট্রাপোল : ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল বন্দরে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বসন্ত উৎসব। পড়শি দেশের অস্থির আবহে সীমান্ত বাণিজ্য মহলে সম্প্রীতির বার্তা দিতে এই প্রথম পেট্রাপোল ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়া,শুল্ক দপ্তর ও সীমান্তরক্ষী বাহিনী সহ আমদানি রপ্তানির সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা এদিন মিলিত হলেন রঙের উসবে । লাল হলুদ সবুজ আবিরে একে অপরকে রাঙিয়ে দিয়ে মিষ্টি মুখ করিয়ে সকলে মেতে ওঠেন বসন্ত উৎসবে । দেখুন ভিডিও
পেট্রাপোল ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়ার ম্যানেজার কমলেশ সাইনি এদিন উপস্থিত সকলকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে সেফ এবং অর্গানিক আবিরে দোল উৎসব পালন করার অনুরোধ করেন ।

পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তীর বলেন, বাংলাদেশের অস্থির অবস্থার মধ্যেও দু দেশের বাণিজ্যিক সম্পর্ক অটুট রয়েছে এবং আগামীদিনেও থাকবে । দোল উৎসবের মাধ্যমে পড়শি দেশের সমস্ত ব্যাবসায়ী সহ ওপার বাংলার সাধারণ মানুষদেরকেও আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দোলযাত্রার শুভেচ্ছা জানাই । পেট্রাপোল স্থল বন্দর ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়া,শুল্ক দপ্তর ও সীমান্তরক্ষী বাহিনী সহ আমদানি রপ্তানির সঙ্গে যুক্ত ব্যবসায়ী এবং কয়েক হাজার শ্রমিক কর্ম সূত্রে এখানে রয়েছেন । তাঁদেরকে একত্রিত করে এই প্রথম বসন্ত উৎসব পালনের মাধ্যমে আমরা সম্প্রীতির বার্তা দিতে চেয়েছি।

রংয়ের উৎসব জীবনকে আরও রঙিন করে তুলুক একসঙ্গে সকলেমিলে প্রতিবেশী দেশ বাংলাদেশের উদ্দেশ্যে যেমন দিলেন সম্প্রীতির বার্তা , পাশাপাশি দেশের মানুষকেও একত্রিত হয়ে অর্গানিক আবির দিয়ে রং খেলার আবেদনও জানানো হলো সীমান্ত বাণিজ্যের সঙ্গে যুক্ত আধিকারিকদের তরফে। এদিন বসন্ত উৎসব ঘিরে তাই উৎসবের চেহারা নিয়ে ছিল ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল বন্দর।
