Hasnabad Incident ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে রোগিণীকে ধর্ষণ! ছবি ফাঁস করে দেওয়ার হুমকি, হাসনাবাদ থেকে গ্রেফতার অভিযুক্ত ডাক্তার

0
102

দেশের সময় হাসনাবাদ ডাক্তার দেখাতে গিয়ে ধর্ষণের শিকার রোগিণী! এই ঘটনা সামনে আসতেই অভিযুক্ত ডাক্তারবাবুকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাসনাবাদে। মঙ্গলবার অভিযুক্তকে বসিরহাট আদালতে তোলা হয়েছিল। অভিযুক্তকে পাঁচ দিন হেফাজতে নেওয়ার জন্য বিচারকের কাছে আবেদন জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ডাক্তারের চেম্বার হাসনাবাদের বরুণহাটে। সেখানেই চিকিৎসা করাতে গিয়েছিলেন অভিযোগকারিণী। অভিযোগ, তাঁকে ওই ডাক্তার ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেন। এরপরে তাঁর উপর যৌন নির্যাতন চালান ওই ডাক্তার। শুধু তাই নয়, সেই সময়ে অভিযোগকারিণীর আপত্তিকর ছবি তুলে নেন। এরপরে অভিযুক্ত ওই রোগিণীকে ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার নাম করে ভয়ে দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। এমনকী চাপ দিয়ে চার লক্ষ টাকা রোগিণীর কাছ থেকে হাতিয়ে নেন অভিযুক্ত।

পুলিশ জানিয়েছে, মহিলা স্বামী কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন। সেই সুযোগেই দিনের পর দিন অভিযুক্ত ডাক্তার ওই রোগিণীর উপর যৌন নির্যাতন চালিয়ে যেতেন। এই সব সহ্য করতে না পেরে রোগিণী সমস্ত কথা তাঁর স্বামীকে জানান। স্ত্রীর কাছ থেকে সমস্ত ঘটনা জানার পরেই রোগিণীর স্বামী বাড়ি ফিরে আসেন। এরপরে হাসনাবাদ থাকায় ডাক্তারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন।

পুলিশ ইতিমধ্যেই অভিযোগকারিণীর গোপন জবানবন্দি নেওয়ার ব্যবস্থা নিয়েছে। অভিযুক্ত ডাক্তারকেও গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে। 

Previous articleJammu and Kashmir কাশ্মীরে যাত্রাপথে হঠাৎই জঙ্গিদের কবলে সেনা অ্যাম্বুলেন্স, চলল গুলি, সহযোদ্ধাদের বাঁচাতে প্রাণ দিল ফ্যান্টম
Next articleTripura Sundari Temple ৫২০ বছরের পুরনো ত্রিপুরা সুন্দরী দেবী মন্দিরকে কেন্দ্র করে দীপাবলি উৎসব ও মেলার আয়োজন : দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here