Haridevpur এবার হরিদেবপুর, ১০ বছরের মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগ! গ্রেফতার করে ছেড়েও দিল পুলিশ ! এলাকায় উত্তেজনা: দেখুন ভিডিও

0
220

দেশের সময় , কলকাতা: আরজি কর কাণ্ডের আঁচে এখনও জ্বলছে গোটা শহর তথা বাংলা। প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল চলছে দফায় দফায়। তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের বিচার চাওয়ার পাশাপাশি প্রশ্নের মুখে পড়েছে নারী-সুরক্ষার নানা দিক। বেআব্রু হয়েছে বহু গাফিবতি। সর্বস্তরের, সর্বশ্রেণীর মানুষ গর্জে উঠেছ এহেন প্রতিবাদে। এমনকি দোষীর ফাঁসির সাজার পক্ষে সওয়াল করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

কিন্তু এত কিছুর মধ্যেও শহরের সুরক্ষা এখনও সেই তিমিরেই। খাস কলকাতা শহরে এবার এক নাবালিকার উপর যৌন নির্যাতনের অভিযোগ উঠল! হরিদেবপুর এলাকার এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, দশ বছরের নাবালিকাকে বাড়িতে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করেছে সে। অভিযুক্তের বাড়িও ভাঙচুর করেছেন স্থানীয় বাসিন্দারা। দেখুন ভিডিও

জানা গেছে, সোমবার অর্থাৎ জন্মাষ্টমীর দিন ১০ বছরের ওই নাবালিকাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যান অভিযুক্ত ব্যক্তি। সেখানে নাবালিকাকে যৌন নির্যাতন করা হয় বলে দাবি তার পরিবারের। বাড়ি ফিরে ঘটনার কথা জানায় নাবালিকা। এর পরেই হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন।

গতকাল, বুধবার সকালে অভিযুক্তকে গ্রেফতার করে হরিদেবপুর থানার পুলিশ। তবে বিকেলেই তাকে ছেড়ে দেওয়া হয়। ওই নাবালিকাকে পাঠানো হয় হোমে। এর পরেই পুলিশি তদন্তে গাফিলতির দাবি তুলে খেপে ওঠেন স্থানীয়রা। রীতিমতো উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযুক্তের বাড়িতে ভাঙচুরও চালানো হয়, ঘটনাস্থলে পুলিশ এলে তাদের ঘিরে বিক্ষোভ শুরু হয়। স্লোগান ওঠে, ‘উই ওয়ান্ট জাস্টিস!’ 

প্রসঙ্গত, গতকাল, বুধবার মেয়ো রোডের সভা থেকেই মমতা বলেন, “রাজ্যের হাতে আইন থাকলে আমরা অনেক আগেই ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন আনতাম। কিন্তু অনেক অপেক্ষা করেছি। আর নয়। আগামী ১০ দিনের মধ্যে বিধানসভায় বিশেষ অধিবেশনে ধর্ষণের বিরুদ্ধে ফাঁসির বিল আনব। রাজ্যপালের কাছে পাঠাব।” 

এই হুঙ্কারের মাঝেই শহরে আরও এক নাবালিকা-নির্যাতন নিয়ে সরব হয়েছে হরিদেবপুর।

Previous articleSandip Ghosh: আইএমএ থেকে সাসপেন্ড আরজি করের প্রাক্তন অধ্যক্ষক সন্দীপ ঘোষ
Next articleAcid Attack Survivor মনোস্কোপের সংবর্ধনা মঞ্চে অ্যাসিড-আক্রান্ত তরুণীদের  আলোর বার্তা সোমদত্তা’র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here