অর্পিতা বনিক, বনগাঁ: স্বাধীনতার ৭৫তম বর্ষ উদযাপনে ‘হর ঘর তিরঙ্গা’ উৎসব পালনের লক্ষ্যে ডাক বিভাগ সুলভে জাতীয় পতাকা বিক্রির পরিকল্পনা নিয়েছে। পশ্চিমবঙ্গ সার্কেলের পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ৯ হাজারেরও বেশি ডাকঘরের মাধ্যমে এই জাতীয় পতাকা বিপণন কর্মসূচি চালু হয়েছে গত পয়লা অগাস্ট।

মাত্র ২৫ টাকায় জাতীয় পতাকা ক্রেতার হাতে তুলে দিচ্ছে ডাক বিভাগ। ইতোমধ্যেই ২০ হাজারেরও বেশি তিরঙ্গা অর্থাৎ ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা বিক্রি হয়ে গেছে। প্রাথমিকভাবে ১ লক্ষ ৬৫ হাজার জাতীয় পতাকা পশ্চিমবঙ্গ সার্কেলের ২৯টি ডিভিশনের সব ডাকঘরের মাধ্যমে বিক্রির লক্ষ্য নেওয়া হয়েছে। এজন্য বিশেষ বিপণন কর্মসূচিও হাতে নেওয়া হবে বলে ডাক বিভাগ সূত্রে জানানো হয়েছে। দেখুন ভিডিও-

শনিবার বিকালে বনগাঁ ডাকবিভাগের কর্মীরা শহরে একটি র‍্যালির আয়োজন করেন৷ তাঁরা জানান স্বাধীনতার ৭৫তম বর্ষ উদযাপনে ‘হর ঘর তিরঙ্গা’ উৎসব পালনের লক্ষ্যে ডাক বিভাগ সুলভে জাতীয় পতাকা বিক্রির পাশাপাশি ‘হর ঘর তিরঙ্গা’ উৎসব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই তাঁদের এই উদ্যোগ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here