Happy Rose Day 2025 Wishes প্রেম সপ্তাহ শুরু ! লাল গোলাপ ছাড়া প্রেম নিবেদন যেন জমে না! প্রিয়জন কে জানান রোম্যান্টিক শুভেচ্ছাবার্তা

0
4

মনের হাজার অনুভূতি প্রকাশ করতে চান? ভালোবাসার মানুষ প্রেম নিবেদন করতে চান? জীবনের বিশেষ দিনকে আরও স্পেশাল করে তুলতে হাজারো পরিকল্পনা করেন অনেকে। ভালোবাসা উৎযাপন করতে গেলে তা গোলাপ ফুল ছাড়া যেন অপূর্ণ। প্রেমিক-প্রেমিকারা লাল গোলাপ দিয়ে প্রেম নিবেদন করেন।

প্রতি বছর ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত পালিত হয় ভ্যালেন্টাইন্স উইক, যা প্রেম, ভালবাসা আর অনুভূতির এক বিশেষ উৎসব। এই সপ্তাহের শুরু হয় রোজ ডে দিয়ে—একটি দিনের মধ্যেই লুকিয়ে থাকে ভালোবাসা প্রকাশের অসীম সম্ভাবনা। রোজ ডে-তে প্রেমিক-প্রেমিকারা, বন্ধু-বান্ধবী কিংবা জীবনসঙ্গী, সবাই প্রিয়জনের প্রতি ভালবাসা জানাতে প্রস্তুত থাকেন। কারও জীবনে হয়তো নতুন ভালবাসার আগমন, কেউ বা চায় পুরনো সম্পর্কের বন্ধনকে আরও মজবুত করতে। প্রেম প্রকাশের জন্য বড় কিছু নয়, ছোট্ট একটি গোলাপই যথেষ্ট।

রোজ ডে। আর এমন দিনে পছন্দের মানুষকে সকলেই কেন লাল গোলাপই দেন? অনেকের মনে এই প্রশ্ন আসতে পারে। এর নেপথ্যে রয়েছে এক কাহিনি।

নানান ফুলের মাঝে গোলাপ যেন রানী! লাল গোলাপ ভালোবাসা প্রকাশের মাধ্যম হিসেবে প্রেমিক-প্রেমিকারা একে অপরকে দিয়ে থাকেন। ভালোবাসার রঙ হয় নাকি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়তো হয় না। কিন্তু লাল রঙকেই ভালোবাসার রঙ বলে মনে করেন কাপলরা। কিন্তু ভালোবাসা প্রকাশ করতে কেন লাল গোলাপ দেওয়া হয়? ভ্যালেন্টাইন্স উইকেই বা লাল গোলাপ কেন এত গুরুত্বপূর্ণ? জেনে নিন সেই গল্প।

লাল গোলাপকে শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এবং লাল রঙ গভীর ভালোবাসার প্রতীক। যখন কোনও প্রেমিক-প্রেমিকা ভালোবাসা প্রকাশ করেন, তারা একে অপরকে লাল গোলাপ দেন। এর নেপথ্যে একাধিক গল্প রয়েছে। কথিত আছে যে, মুঘল সম্রাট জাহাঙ্গীরের প্রিয় বেগম নূরজাহান লাল গোলাপ খুব পছন্দ করতেন। তাই, তিনি নূরজাহানকে খুশি রাখার জন্য প্রতিদিন একটি করে তাজা গোলাপ ফুল দিতেন। এ ছাড়াও, রানী ভিক্টোরিয়া তাঁর স্বামী প্রিন্স অ্যালবার্টের প্রতি ভালোবাসা প্রকাশ করার সময় তাঁকে গোলাপের তোড়া উপহার দিয়েছিলেন। বেশ কয়েকটি রিপোর্ট খবর অনুযায়ী, তখন থেকেই রোজ ডে পালিত হচ্ছে।

এই বিশেষ দিনে, প্রিয় মানুষের মনে বিশেষ স্থান করে নিতে আমরা নিয়ে এসেছি হৃদয়ছোঁয়া কিছু বার্তা। পাঠিয়ে দিন এই লাইনগুলো, মনের কথা সহজেই পৌঁছে যাবে আপনার ভালবাসার মানুষটির কাছে।

. একটি গোলাপ, একরাশ ভালবাসা,  
তোমার হাসিতে লুকিয়ে আছে আমার সুখের ঠিকানা।  
শুভ রোজ ডে!  

. গোলাপের পাপড়ির মতো নরম হোক আমাদের সম্পর্ক,  
গোলাপের সৌরভের মতো ছড়াক ভালবাসার সুবাস।  
হ্যাপি রোজ ডে!

. ভালবাসা প্রকাশের জন্য  
সবচেয়ে সুন্দর উপহার হলো একটি গোলাপ।  
আর সেই গোলাপটি আমি পাঠালাম তোমার জন্য,  
কারণ তুমি আমার হৃদয়ের বিশেষ মানুষ।

 . গোলাপের রঙ লাল,  
আমার ভালবাসাও ঠিক তেমনই উজ্জ্বল।  
তোমার প্রতি আমার অনুভূতি আজীবন অমলিন থাকবে।  শুভ রোজ ডে!  

. প্রেমের ভাষা বোঝাতে হয় না,  
একটা গোলাপই যথেষ্ট সব কথা বলার জন্য।  
আজকের এই গোলাপে রয়েছে আমার সমস্ত অনুভূতি।  
হ্যাপি রোজ ডে!

. একটি গোলাপের পাপড়ি যেমন কোমল,  
তেমনই আমার ভালবাসাও তোমার জন্য অটুট।  
তোমাকে ছাড়া জীবন অসম্পূর্ণ।  
শুভ রোজ ডে!

. তোমার হাসি যেন লাল গোলাপের মতোই উজ্জ্বল,  
তোমার চোখে লুকিয়ে আছে মাধুর্যের রঙ।  
এই রোজ ডে-তে তোমার জন্য রইল  
ভালবাসার গোলাপ।

. গোলাপ যেমন তার সৌন্দর্য দিয়ে মন কাড়ে,  
তেমনই তুমি তোমার উপস্থিতি দিয়ে  
আমার জীবনকে করে তুলেছো সুন্দর।  
হ্যাপি রোজ ডে, প্রিয়!

. এই রোজ ডে-তে চাই তোমার হাতের উষ্ণতা,  
তোমার মিষ্টি হাসিতে হারিয়ে যেতে।  
তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার।  
শুভ রোজ ডে!  

. প্রত্যেকটি গোলাপের পেছনে লুকিয়ে থাকে একটি গল্প,  
আজকের গোলাপটি বলবে আমার না বলা সব কথা।  
তোমাকে ভালবাসি—আজ, আগামীকাল এবং চিরকাল।  হ্যাপি রোজ ডে!  

Previous articleBongaon News বনগাঁয় কাউন্সিলরের বিরুদ্ধে মারধরের অভিযোগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here