Happy Durga Puja 2021: শুভ শারদীয়া! WhatsApp, Instagram, Facebook- সোশ্যাল মিডিয়ায় পাঠান শারদ শুভেচ্ছা

0
1136

অন্বেষা সেন : বছরের নতুন ক্যালেন্ডার বা পঞ্জিকা হাতে পেলেই বাঙালিরা যে দিনগুলিতে সবার আগে চোখ বোলায়, তার মধ্যে দুর্গা পূজা একটি৷ উৎসব প্রেমী
বাঙালির সবচেয়ে বড় পার্বণ এই দুর্গা পুজো৷

চার ছেলেমেয়েকে নিয়ে উমা কৈলাশ থেকে মর্তে বাপের বাড়ি এসে দিন পাঁচেক থেকে ফিরে যান শ্বশুর বাড়ি। আর ঘরের মেয়েকে আদরে যত্নে ভরিয়ে, জাকজমকপূর্ণ ভাবে সেই উদযাপন করেন পশ্চিমবঙ্গ তো বটেই, এমনকি গোটা বিশ্বের বাঙালি সমাজ। 

অতিমারীর মধ্যেই গত বছরের মতো এবারেও বাড়িতে আসছেন উমা । ঠাকুর দেখা কিংবা পুষ্পাঞ্জলী দেওয়া। এবারও সবেতেই রয়েছে বিধি নিষেধ ৷ তাই বলে তো মনের আনন্দ থেমে থাকে না।

জেনে নিন এই শারদীয়ায় সকলকে হোয়াটস অ্যাপ, ফেসবুক, ইন্সটাগ্রাম কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে কী ভার্চুয়াল বার্তা  দিতে পারেন আপনি। 

দুর্গাপুজো ২০২১ -এর শুভেচ্ছা বার্তা (Durga Puja 2021 Wishes)

  • আপনার দুঃখ, কষ্ট, চিন্তা দূর করতে দেবী দুর্গা আসছেন। শুভ শারদীয়া ২০২১!
  • সকলকে সুন্দর ও বর্ণময় শারদীয়ার শুভেচ্ছা। শুভ হোক সব… 
  • এই উৎসব আপনার জীবনে নিয়ে আসুক আনন্দ, সমৃদ্ধি। শুভ শারদীয়া! 
  • দেবী দুর্গা আপনার জীবন ভালোবাসা ও আশীর্বাদে প্রদান করুক। জয় মা দুর্গা! 
  • প্রার্থনা করি এই শারদীয়ায় আপনার জীবনের সমস্ত প্রতিবন্ধকরা কেটে যাক। শুভারম্ভ হোক আপনার জীবনে! 
  • শুভ দুর্গা পুজো ২০২১! আপনার ও আপনার পরিবারকে অনেক শুভেচ্ছা।  
  • আপনার ধন-সম্পদ, সুখ-শান্তি অক্ষয় হোক…শুভ দুর্গা পুজো!
  • শারদীয়া উপলক্ষে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা
  • এই দুর্গা পুজোতে আপনার পরিবারে ভরে থাকুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। শারদ শুভেচ্ছা সকলকে!
  • এবারের দুর্গা পুজোতে আপনি যা যা চেয়েছেন, আপনার মনের সমস্ত আশা পূর্ণ হোক।  
  • আপনার পরিবার মায়ার বাঁধনে জড়িয়ে থাকুক। মা দুর্গা সর্বদা আপনাদের উপরে থাকুক। শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা।
  • সকল কাজে আপনি যেন সাফল্য পান, সব স্বপ্ন যেন পূর্ণ হয়। সকলকে ভাল রাখো মা। 
  • শারদীয়া উপলক্ষে দেবী দুর্গা আপনাকে সুখ ও সমৃদ্ধি দান করুক। শুভেচ্ছা সকলকে! 
  • মায়ের আগমনে সকল পরিবার ভরে উঠুক খুশির হাওয়া! শারদ শুভেচ্ছা সকলকে… 
  • চলো সব দুঃখ কষ্ট ভুলে শারদীয়ার আনন্দে মেতে উঠি সকলে মিলে! 
  • আকাশে বাতাসে শিউলি ফুলের গন্ধ জানিয়ে দিচ্ছে আবারও মা আসছেন বছর ঘুরে! শুভ শারদীয়া! 
Previous articleপুজোর মরশুমে রক্তের সংকট মেটাতে এগিয়ে এলেন প্রতিবন্ধীরা
Next article‘মানুষ মানুষের জন্য ‘ ভবানীপুর অবসর সর্বজনীন দুর্গোৎসব সমিতি পুজোর উদ্বোধন হল মমতার হাতে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here