শান্তিনিকেতন না যেতে পারলেও, দোলের ছুটিতে ঘুরে আসতে পারেন উত্তর ২৪ পরগনার এই জায়গা –

দেশের সময় : শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে বসন্ত উৎসব না হলেও চিন্তা নেই। বিশ্বভারতীতেও দোলের দিন বসন্ত উৎসব পালিত হচ্ছে না ! মন খারাপ করার কোন প্রয়োজন নেই পর্যটকদের। বোলপুর, শান্তিনিকেতন না যেতে পারলেও, দোলের ছুটিতে ঘুরে আসতে পারেন উত্তর ২৪ পরগনার এই জায়গা থেকে। শান্তিনিকেতনের আদলে বসন্ত উৎসবের আয়োজন করা হয় উত্তর ২৪ পরগনা জেলার একটি জায়গায়। জানেন সেই জায়গার নাম?

এ যেন দ্বিতীয় শান্তিনিকেতন! ২০২৫ এর ১৪ মার্চ শুক্রবার সকালে উত্তর ২৪ পরগনার বানীপুর জনতা কলেজ ময়দানে অনুষ্ঠিত হল হাবড়ার পৌরসভা ও বানীপুর লোক উৎসবের যৌথ উদ্যোগে বসন্ত উৎসব ২০২৫।

হাবড়ার পুরপ্রধান নারায়ণ চন্দ্র সাহার কথায়,ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল। আজ বসন্ত উৎসব। রাঙিয়ে দেওয়ার দিন। যা কিছু জীর্ণ, পুরনো, মলিন তা ত্যাগ করে নতুন রঙে সেজে উঠবার দিন। আর রঙের উৎসব মানেই গুরুদেবের শান্তিনিকেতনের বসন্তোৎসব। সেই উৎসবের অনুকরণে হাবড়া বানীপুর জনতা কলেজ ময়দানে শান্তিনিকেতনের আদলে বসন্ত উৎসব উদযাপনের ব্যবস্থা করা হয়েছে।

এই মনোরম পরিবেশে এলে সকলেরই ভাল লাগবে। কেউ এখান থেকে নিরাশ হিয়ে ফিরে যাবেন না । শহর থেকে দূরে একদম নির্জন পরিবেশে এই কলেজ ময়দানে প্রবেশ করলেই শান্ত মনোরম পরিবেশ দেখে মুগ্ধ হবেন অনেকেই। বসন্ত উৎসবের দিনে আদবাসি নাচ, বাউল গানে জমজমাট ‘ হাবড়া বানীপুর জনতা কলেজ ময়দান’। প্রতি বছর দোলের দিন বহু মানুষ ভিড় জমান এই কলেজ প্রাঙ্গনে। আসেন বহু শিল্পী।

বানীপুর লোক উৎসব কমিটির সদস্যরা জানান ,ছোট্ট ছোট্ট অসংখ্য শিশুরাও এই উৎসবে শামিল হন শুক্রবার সকালে। শতাধিক শিশু ও কিশোর – কিশোরীদের নৃত্য, কবিতা , গানের সুরে মুখরিত হয়ে ওঠে আকাশ বাতাস।সকলে মিলে বর্ণাঢ্য অনুষ্ঠান পরিবেশনের মধ্যে দিয়েই বসন্ত উৎসব পালন করা হল বোলপুর শান্তিনিকেতনের আদলে।

এদিনের উৎসবে উপস্থিত একদল কলেজ পড়ুয়াদের কথায়, আবিরের আদর, বাউল গানের মাদকতায় এ যেন দ্বিতীয় শান্তিনিকেতন খুঁজে পেলাম। নীচে রইল ছবি –

























