Golden Jubilee Festival: সুবর্ণ জয়ন্তী উৎসব লেকটাউন গভর্নমেন্ট স্পনসর্ড গার্লস হাইস্কুলে

0
113
সৃজিতা শীল , কলকাতা :

৫০ এ পা দিল লেকটাউন গভর্নমেন্ট স্পনসর্ড গার্লস হাই স্কুল । ওই উপলক্ষে গত ২৯ ও ৩০ শে জানুয়ারী,দুদিন ব্যাপী লেকটাউন গভর্নমেন্ট স্পনসর্ড গার্লস হাই স্কুল অনুষ্ঠিত হয়ে গেলো সুবর্ণজয়ন্তী অর্থাৎ ৫০ বছর পূর্তি অনুষ্ঠান।

বিদ্যালয়ের পরিচালনা সমিতির সভাপতি বাসুদেব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রবনা চৌধুরীর আমন্ত্রণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আই.এস.আই কলকাতার প্রাক্তন পরিচালক পদ্মশ্রী ডাঃ বিমল কুমার রায় ,সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু এবং বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ।

 বিদ্যালয়ের ছাত্রীদের উদ্বোধনী সঙ্গীতের পর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সুজিত বসু ।এরপর প্রধান শিক্ষিকার উদ্বোধনী ভাষণ ও বিশিষ্ঠ ব্যক্তিবর্গের সংধর্বনা এবং কৃতি ছাত্রীদের পুরষ্কার প্রদানের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রারম্ভ হয়।অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের ছাত্রীদের উপস্থাপনায় ‘ তাসের দেশ ‘ নৃত্যনাট্য।প্রথমদিনের অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বিশিষ্ঠ সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচীর অনবদ্য উপস্থাপনা।

দ্বিতীয় দিনের সূচনা হয় প্রাতঃ কালীন বিভাগের ছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। এরপর দিবা বিভাগের ছাত্রীরা ‘ আবোল-তাবোল ‘ কবিতার আবৃত্তি ও অভিনয়ের মধ্য দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করে শিশু সাহিত্যিক সুকুমার রায়কে। এরপর  শিক্ষিকাবৃন্দের উপস্থাপনায় ‘ মাটির টানে জীবনের গানে ‘। লোকসঙ্গীতের অনুষ্ঠানটি   সন্ধ্যায় আলাদা মাত্রা এনে দেয়।দ্বিতীয় দিনের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিশিষ্ঠ সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্রের উপস্থাপনা।বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয় বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান।

Previous articleWeather Update: ‌ কলকাতায় একলাফে ২০ ডিগ্রি! জেলায় জেলায় শুক্রবার অবধি বৃষ্টির সম্ভাবনা, তারপর জাঁকিয়ে শীত?‌
Next articlePM Narendra Modi: ‘অশান্তি সৃষ্টিকারীদের কেউ মনে রাখে না’, বাজেট অধিবেশনের শুরুতে বিরোধীদের ‘ওয়ার্নিং’ প্রধানমন্ত্রী মোদীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here