Gold price:সোনার মূল্য বৃদ্ধির গ্রাফকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন

0
664
কুন্তল চক্রবর্তী

সোনার মূল্য যেভাবে বৃদ্ধি হচ্ছে তাতে আগামী দিন সাধারণ মানুষের  ধরা ছোঁয়ার বাইরে সোনা অবস্থান করবে এ কথা নিশ্চিত হয়ে বলা যায় ৷ বর্তমানে গহনা সোনার দাম অর্থাৎ ২৪ ক্যারেট সোনার দাম 61,250 টাকার আশেপাশে ঘোরাফেরা করছেl বর্তমান অর্থনৈতিক সময়ের প্রেক্ষাপটে এই মূল্য সাধারণ সোনার গহনা প্রেমিক মানুষকে এবং স্বর্ণ শিল্পীদের যথেষ্ট চিন্তার কারণ ৷ কন্যা সন্তানের পিতাদের মাথা ব্যথার অন্যতম কারণ সোনার বাজার মূল্যের গ্রাফ বৃদ্ধি ৷

একথা অস্বীকার করবার কোন  উপায় নেই সাধারণকে  ক্রেতারা যাতে সঠিক সোনার গহনা বাজার থেকে ক্রয় করতে পারে তার জন্য  BIS  হলমার্কিং ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার ইতিমধ্যে চালু করেছে ৷ যদিও আমাদের দেশের সোনা উৎপাদন অত্যন্ত সীমিত ,বিদেশ থেকে আমদানিকৃত সোনার উপরেই আমাদের নির্ভরশীলতা ৷ বৈদেশিক বাজারে যেমন পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির সাথে সাথে আমাদের দেশেও পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি ঘটে তেমনি, বৈদেশিক স্বর্ণর রপ্তানির দামের উপর নির্ভর করে আমাদের দেশের অভ্যন্তরে সোনার মূল্যায়ন নির্ধারিত হয় ৷

সোনার মূল্যবৃদ্ধি ঘটলে সাধারণ ক্রেতা সোনার কিনতে আগ্রহ হারিয়ে ফেলেন যার প্রত্যক্ষ আঘাত নেমে আসে সোনার দোকানদারকে ছুঁয়ে সোনার কারিগরদের উপর ৷ কেননা সোনার গহনার চাহিদা এবং বিক্রির উপরেই সোনার কারিগরদের রুটি রুজি বেঁচে থাকে ৷   এমত অবস্থায় কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন রাখি স্বর্ণ শিল্পীদের দিকে একটু দরদী মন রাখবার জন্য ৷ দেশের  স্বর্ণ শিল্পীদের বৃহৎ অংশ এই শিল্পের সঙ্গে যুক্ত থেকে নিজেদের জীবন উৎসর্গ করে দেশীয় স্বর্ণ শিল্পকে বাঁচিয়ে রেখে চলেছেন ,কিন্তু সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে এই শিল্পীদের বৃহৎ অংশ অর্থনৈতিকভাবে এখনো পিছিয়ে আছে ৷

এই শিল্পীদের সরকারি সাহায্য একান্ত প্রয়োজন ৷ স্বর্ণ শিল্পীদের অবসরকালীন ভাতার ব্যবস্থা কেন্দ্রীয় সরকার যদি গ্রহণ করে তাহলে এই শিল্পের সঙ্গে যুক্ত লক্ষ লক্ষ স্বর্ণ কারিগররা এবং তাদের পরিবার অবসরকালীন  অর্থনৈতিক নিশ্চয়তা লাভ করবে ৷  দেশের স্বর্ণ শিল্পী শ্রমজীবী সমাজও অসংগঠিত শ্রমজীবী সমাজের অংশ ৷  পশ্চিমবঙ্গের অসংগঠিত শ্রমজীবী সমাজ উপেক্ষিত ,লাঞ্ছিত অবহেলিত ৷

এই অবহেলিত বঞ্চিত, লাঞ্ছিত শ্রমজীবী সমাজ  সরকারের দিকে তাকিয়ে আছ৷ কেন্দ্রীয় সরকারের কাছে সর্বস্তরের সাধারণ মানুষের আবেদন সাধারণ মানুষের স্বার্থে, অসংগঠিত স্বর্ণ শিল্পীদের স্বার্থে, সোনার দাম কমানোর ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক ৷ এই স্বর্ণ শিল্পকে বাঁচিয়ে রাখতে গেলে সোনার দামের বৃদ্ধির ক্ষেত্রে নিয়ন্ত্রণ জরুরীl সাধারণ মানুষের  স্বার্থে এবং স্বর্ণ শিল্পীদের সাথে প্রয়োজন সোনার  মূল্যবৃদ্ধির গ্রাফকে নিয়ন্ত্রণ করা ৷

Previous articlePANCHAYAT ELECTION 2023 : পঞ্চায়েতে ব্যালটে নবজোয়ার,পদ্মে কাঁটা
Next articleWeather Update: বঙ্গে ঘোর দুর্যোগের আশঙ্কা! রবির সকাল থেকেই বৃষ্টি, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণাবর্ত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here