Gangasagar Mela: মকর স্নান উপলক্ষে পূণ্যার্থীদের ঢল,নানা রঙে মিলেমিশে একাকার গঙ্গাসাগর, দেখুন ছবি

0
206

দেশের সময় : মকর স্নান উপলক্ষে সরগরম গঙ্গাসাগর। পুণ্যার্থীদের ভিড়। কড়া নিরাপত্তা ব্যবস্থা। আকাশ ও জলপথে নজরদারি। মোতায়েন নৌ সেনা, কোস্ট গার্ড, এনডিআরএফ, পুলিশ। 

শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলা ২০২৪।শুরু থেকেই সাগরমেলা বর্ণময় রূপে ফুটে উঠেছে সকলের কাছে। এবছর সেজন্য প্রকৃত অর্থেই মিলনমেলায় পরিণত হয়েছে এই মেলা।

এসেছেন রাজ্যের মন্ত্রী-সান্ত্রীরাও। সাংবাদিক বৈঠক করে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানান, এ দিন বেলা ১২টা পর্যন্ত প্রায় ৪৫ লক্ষ তীর্থযাত্রী পুণ্যস্নান করেছেন। পাঁচ জন অসুস্থ পুণ্যার্থীকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে কলকাতায় পাঠানো হয়েছে।

তাঁদের মধ্যে চার জন এম আর বাঙুর হাসপাতালে এবং এক জন এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন। ১৮টি পকেটমারির ঘটনা ঘটেছে। বিভিন্ন অপরাধে ১৮০ জনকে গ্রেফতার করা হয়েছে।

অরূপ ছাড়াও সুজিত বসু, ইন্দ্রনীল সেন, পার্থ ভৌমিক এ দিন মেলায় ছিলেন। মেলা চত্বরে প্লাস্টিক-বিরোধী পদযাত্রায় ছিলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্ত। পুণ্যার্থীদের দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে সাগরে মোতায়েন আছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৭০ জনের একটি দল। তাতে আছেন ১১ জন মহিলা সদস্য। পাহারা দিচ্ছে উপকূলরক্ষী বাহিনীও।

এই মেলাকে বিশ্বের দরবারে তুলে ধরতে কোনো আয়োজনের খামতি রাখেনি দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন ও রাজ্য সরকার। মেলা উপলক্ষ্যে আয়োজিত হচ্ছে মহা সাগর আরতি।

শুধুমাত্র আমাদের দেশের পূণ্যার্থীরা নয় গঙ্গাসাগরে এবছর ভিড় জমিয়েছেন বিদেশিরাও। সাগরমেলার বিপুল জনস্রোতে মিশে গিয়েছেন তাঁরা। অংশ নিয়েছেন সাগর কীর্তণে।

সাগরমেলায় ডুব দিয়ে পূণ্যঅর্জনের পর অবশিষ্ট সময়ে পূণ্যার্থীরা একাধিক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। যা তাদের কাছে বাড়তি পাওনা।

২০২৪ এর গঙ্গাসাগর মেলার পূণ্যস্নান আগামীকাল। সেজন্য হাতে রয়েছে আর মাত্র একটি দিন। সেজন্য সমস্ত কাজ ফেলে বর্ণময় এই মেলায় অংশ নিতে চলে আসুন আপনিও।

ছবিগুলি তুলেছেন -দেবাশিস রায় ৷
Previous articleSankar Adhya : দু’ হাজার সাতশ কোটি মজুত কোম্পানির অ্যাকাউন্টে! এবার মুখ খুললেন শঙ্কর, কি বললেন জানুন
Next articleWeather Update : সংক্রান্তিতে শীতের দাপট ,কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here