Fossils : বনগাঁ স্টেডিয়ামে দর্শকদের’কে ‘পা’দেখালেন রূপম ইসলাম! কেন? দেখুন ভিডিও

0
349

অর্পিতা বনিক, দেশের সময় : রবিবার উত্তর ২৪ পরগনার বনগাঁয় অনুষ্ঠিত হয়ে গেল ফসিল্‌স মহাঝড়। এ বছর ‘ফসিল্‌স’ ২৫ বছরে পা দিয়েছে। সেই উপলক্ষেই ‘ফসিল্‌স’-এর এই দীর্ঘমেয়াদী যাত্রাকে আরও এক বার উদযাপন করতে অনুষ্ঠিত হল ‘ফসিল্‌স মহাঝড়’।

আবেগের অন্য নাম ফসিল্‌স। রবিবাসরীয় সন্ধ্যায় ফসিল্‌স ঝড়ের সেই আবেগেই ভাসল ইছামতির শহর।

বনগাঁ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল ফসিল্‌স মহাঝড়। এ বছর ‘ফসিল্‌স’ ২৫ বছরে পা দিয়েছে। সেই উপলক্ষেই ‘ফসিল্‌স’-এর এই দীর্ঘমেয়াদী যাত্রাকে আরও এক বার উদযাপন করতে অনুষ্ঠিত হল ‘ফসিল্‌স মহাঝড়’ ৷ এই মহাঝড় উদযাপনকে অবিস্মরণীয় করে রাখতে বানানো হয়েছিল একদম নতুন একটি গান, অর্থাৎ ‘ফসিল্‌স মহাঝড় ’-এর থিম সং।

এদিন সন্ধ্যা ৭:৪০ নাগাদ অনুষ্ঠানের মঞ্চের সামনে তখন অপেক্ষায় কয়েক হাজার দর্শক৷ ৭:৪৫ ক্রাচ-এ ভর দিয়ে ধীরে ধীরে মঞ্চের মাঝে এসে দাঁড়ালেন সকলের প্রিয় গায়ক রুপম ইসলাম , চেয়ারে বসে ‘পা’ দেখালেন- দেখুন ভিডিও

বললেন একটি অনুষ্ঠানে গিয়ে দীর্ঘক্ষণ গাড়ীতে বসে থেকেই পায়ের সমস্যা হয়েছে৷ তারপর শুরু করলেন তার অনুষ্ঠান। একে একে তাঁর পুরনো গানের সংগ্রহ থেকে গাইতে শুরু করেন জনপ্রিয় গানগুলি।

অনুষ্ঠান চলতে চলতে হঠাৎ-ই বন্ধ হয়ে যায় সাউন্ড সিস্টেম ও লাইট ৷ অন্ধকারে দর্শকরা আওয়াজ তুললেন ‘ফসিল্‌স’ – ‘ফসিল্‌স’ বলে ৷ দীর্ঘ সময় পেরিয়ে যেতেই একটি মাইক্রোফোন হাতে রূপম বললেন টেকনিক্যাল প্রবলেম হয়েছে বন্ধুরা ৷ আমি অন্ধকারেও তোমাদের সঙ্গে আছি ৷ তারপরই মিউজিক ছাড়াই গান শুরু করলেন খালি গলায় ৷ বেশ কিছুক্ষণ পরে ফের সাউন্ড লাইট সিস্টেম চালু হতেই –

‘আরও এক বার’ থেকে শুরু করে ‘এই একলা ঘর আমারদেশ’ ‘দেখো মানসী’, আট থেকে আশি সকলের পছন্দের ‘নীল রঙ ছিল ভীষণ প্রিয়’– কিছুই বাদ পড়েনি। প্রত্যেকটি গানের সঙ্গে রূপম দর্শকদের উদ্দেশ্যে দেন বিশেষ বার্তাও।

অগণিত শ্রোতার উপস্থিতিতে রবি-সন্ধ্যায় বনগাঁ স্টেডিয়ামে উপচে পড়েছিল ভিড়। দর্শক আসনে ছিলেন সাধারণ মানুষ থেকে শুরু করে বহু স্কুলও কলেজ পড়য়ার দল ৷ প্রথম সারিতে দাঁড়িয়ে তাঁরাও উপভোগ করছিলেন রূপম ইসলামের গান।

‘ফসিল্‌স’ -এর অনুষ্ঠান থেকে এ দিন গানের মাধ্যমে রূপম ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধ নিয়েও বার্তা দেন। শ্রোতাদের উদ্দেশ্যে বলেন, “বাঁচার জন্য যুদ্ধ করবে। বাঁচার কথা বলবে, ভালোবাসার জন্য লড়বে। ঘৃণা নয়, প্রতিশোধ নয়। যদি প্রতিশোধ নিতে হয়, তাহলে ভণ্ড নেতাদের বিরুদ্ধে নিতে হবে।’’

অনুষ্ঠানের সমাপ্তি পর্বে দর্শকদের অনুরোধে তিনি আরও পরিচিত ও জনপ্রিয় কিছু গান গেয়েছেন। ফসিল্‌স-এর জনপ্রিয় গান ‘অ্যাসিড’ ও রক মন্ত্র উচ্চারণের মাধ্যমে ‘ফসিল্‌স মহাঝড়’ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

রবিবার ছবিগুলি তুলেছেন রতন সিনহা ও পার্থ সারথি নন্দী৷

Previous articleMamta Banerjee’s visit to North Bengal, She affirmed to acclimatise the region
Next articleRupamIslam: পারছেন না হাঁটতে, লিগামেন্টে চোট নিয়েই বনগাঁর মঞ্চ মাতালেন রূপম ইসলাম: দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here