Fashion show মডেলিং বয়সের কোনও সীমা বাঁধে না – এমনটাই দেখালো অনির্বান দে’র পারফেক্ট ফ্যাশান হাউস – দেখুন ভিডিও

0
20
অর্পিতা দে , দেশের সময়

কলকাতা : সম্প্রতি নিউটাউনের বৃন্দাবন ব্যাঙ্কয়েটে অনুষ্ঠিত হল পারফেক্ট ফ্যাশান হাউসের রানওয়ে শো। মডেলিং এবং ফ্যাশান শো যে বয়সের কোনও মাপকাঠি রাখে না এইক্ষেত্রে গ্রুমিংটাই আসল এমনটাই আবারও প্রমাণ করলেন পারফেক্ট ফ্যাশান হাউসের কর্ণধার এবং মডেল অনির্বান দে।

অনির্বান দে তার ডিজাইন কালেকশান তৈরিই করেছেন বিভিন্ন বয়সের মানুষের কথা ভেবে। নব্য কিশোরী থেকে শুরু করে সদ্য কৈশোর পেরোনো যুবতী যেমন অনির্বানের ডিজাইনার কালেকশানে নিজেকে সাজিয়ে তুলে হয়ে উঠেছে অনন্যা তেমনই নব্য প্রৌঢাও নিজের স্বপ্ন পূরণ করেছেন অনির্বান দে’র কালেকশানে।

ফ্যাশান শো যে শুধুমাত্র বিশেষ বয়সের মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয় এমনটাই করে দেখালেন ডিজাইনার অনির্বান দে ব্ররন্দাবন ব্যাঙ্কয়েটের তার রানওয়ে শোতে।
শুধুমাত্র শহর কলকাতাই নয় সুদুর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে উঠে আসা একঝাঁক তরুণ তরুণী মডেল হওয়ার স্বপ্ন নিয়ে অংশগ্রহণ করেছেন অনির্বান দে’র এই রানওয়ে শোতে। দেখুন ভিডিও

এই রানওয়ে শো এর মূল সিকোয়েন্স ছিল ইন্দোওয়েস্টার্ন এবং ওয়েস্টার্ন আউটফিট। অন্যান্য ডিজাইনারদের ব্রাইডাল কালেকশানগুলিও ছিল বেশ নজরকাড়া।
এই ফ্যাশান শো এর মূল উদ্যোক্তা মহম্মদ নাইম আলম দেশের সময়কে জানালেন, “বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর পরেই এই অনুষ্ঠান আয়োজনের উদ্দেশ্যই হল সকলকে এক জায়গায় করা, একরকম বিজয়া পালন। শুধুমাত্র ফ্যাশান শো’ই নয় অপরাজেয় ২০২৫ সন্মান প্রদানের মধ্যে দিয়ে নারীকে সন্মান জানানোই তার এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য’।

পারফেক্ট ফ্যাশান হাউসের কর্ণধার অনির্বান দে দেশের সময়কে জানালেন, ‘আমাদের জীবনে গ্রুমিং এর প্রয়োজন সর্বক্ষেত্রে। একজন ছোটো শিশুকে স্কুলে ভর্তির জন্যেও গ্রুমিং করতে হয় তেমনই তার মা বাবাকে’ও ইন্টারভিউ দিতে হয়। তাই গ্রুমিং শুধুমাত্র মডেলিং এরই বিষয় নয়। আর এই কাজটাই দীর্ঘদিন ধরে করে আসছে পারফেক্ট ফ্যাশান হাউস। মডেলিং এর আগে দরকার গ্রুমিং, সঠিক গ্রুমিং হলেই একজন মডেল হিসেবে নিজেকে ভাবতে পারে’।

এদিন পারফেক্ট ফ্যাশান হাউসের শো স্টপার প্রমিলা চট্টপাধ্যায় দেশের সময়কে জানালেন, ‘এইধরণের ফ্যাশান শোগুলিতে অংশগ্রহণ ডিজাইনার এবং মডেল উভয়ের ক্ষেত্রেই বেশ প্রয়জনীয়। লেটেস্ট ট্রেন্ড কি চলছে তা এখান থেকেই যেমন জানা যায়, তেমন পুরনো এবং নতুন ডিজাইনের মেলবন্ধন ঘটাতেও এই শো গুলি বেশ কার্যকরী ভূমিকা নেয়’। এছাড়াও তিনি নতুন প্রজন্মের মডেলদের উদ্দেশ্যে বলেন, ‘ডেডিকেশান, সততা এবং ইচ্ছাশক্তিকে ভর করেই অনেকদূর এগিয়ে যাওয়া যায়’।
সুতরাং সবমিলিয়ে বৃন্দাবন ব্যাঙ্কয়েটে পারফেক্ট ফ্যাশান হাউসের সেদিনের এই রানওয়ে শো ছিল বেশ জমজমাট।

Previous articleKolkata Guangzhou Flight রবিবার রাতেই কলকাতা থেকে চিন পাড়ি দেবে ইন্ডিগোর বিমান, পাঁচ বছর পর পরিষেবা চালু: দেখুন ভিডিও
Next articleআজ সন্ধ্যায় অন্ধ্র উপকূলে ‘মোন্থা’র ল্যান্ডফল , ১০০ কিলোমিটার বেগে তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড়! বাতিল বিমান-ট্রেন , কী প্রভাব বাংলায়?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here