Exit Polls 2022 UP : উত্তরপ্রদেশে ঐতিহাসিক জয় পেতে চলেছে বিজেপি!‌ বলছে বুথফেরত সমীক্ষা

0
726

দেশের সময় ওয়েবডেস্কঃ Exit Poll 2022 UP: গত বিধানসভা ভোটে ৩১২টি আসনে জিতেছিল বিজেপি । কিন্তু অনেকেই মনে করছিলেন, পরিস্থিতি এ বার তেমন সুখকর নয়। পর্যবেক্ষকদের একটা বড় অংশের মত ছিল যে, যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে ভালমতো প্রতিষ্ঠান বিরোধিতা রয়েছে।

সোমবার উত্তরপ্রদেশে ভোট গ্রহণ শেষ হয়েছে। কিন্তু তার পরই যে সব এক্সিট পোলের ফলাফল প্রকাশিত হয়েছে, তাতে প্রাক ভোট বহু বিশ্লেষণই ধরাশায়ী হতে পারে। বিশেষ করে চাণক্য এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা চমকে দেওয়ার মতো।

উত্তরপ্রদেশে ৩০০–এর বেশি আসন পাবে দাবি করেছিল বিজেপি ৷কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও একই কথা বলেছিলেন। কিন্তু বুথ ফেরত সমীক্ষা বলছে, সে রকম হচ্ছে না। তবে বাকি দলের থেকে তখতের দিকে এগিয়ে রাখছে বিজেপি–কেই।

চারটি বুথফেরত সমীক্ষাই বলছে, উত্তরপ্রদেশে আবারও ক্ষমতায় আসছে বিজেপি। একক সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা। অন্তত ২২০টি আসন বিজেপি–কে সব সমীক্ষাই দিয়েছে। তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে অখিলেশের সমাজবাদী পার্টির সঙ্গে। 

আগের বার মুখ থুবড়ে পড়েছিল তাঁর দল। এবার ১৫০টি আসন পাবে সপা। মায়াবতীর বসপা ১৫টির মতো আসনে জিতবে বলে জানিয়েছে বুথফেরত সমীক্ষা। তবে সব সমীক্ষাই বলছে, কংগ্রেসের আসন সংখ্যা দুই অঙ্ক পেরোতে পারবে না। 

উত্তরপ্রদেশে মোট আসন সংখ্যা ৪০৩। ইটিজি রিসার্চ বলছে, বিজেপি পাবে ২৩০ থেকে ২৪৫টি আসন। তারা বলছে, সপা পাবে ১৫০ থেকে ১৬৫টি আসন। আর কংগ্রেস ২ থেকে ৬টি আসন। মায়বতীর বসপা পাবে ৫ থেকে ১০টি আসন।

ইন্ডিয়া নিউজ বলছে, বিজেপি পাবে ২২২ থেকে ২৬০টি আসন। সপা পাবে ১৩৫ থেকে ১৬৫টি আসন।  নিউজ ১৮ পাঞ্জাব বলছে, বিজেপি পাবে ২৪০টি আসন। সপা পাবে ১৪০টি আসন।

নিউজ এক্স পোলস্ট্র‌্যাট বিজেপি–কে দিয়েছে ২১১ থেকে ২২৫ আসন। আর তাদের মতে সপা পাবে ১৪৬ থেকে ১৬০টি আসন। তবে মনে রাখা দরকার, বুথফেরত সমীক্ষা অনেকবারই প্রকৃত ফলের সঙ্গে মেলেনি। তাই এর ওপর খুব বেশি নির্ভর করা যায় না।

২০১৭ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল ৩১২টি আসন। লড়েছিল ৩৮৪টি আসনে। সেখানে ৩১১টি আসনে লড়ে সপা পেয়েছিল ৪৭টি আসন। মায়াবতীর দল পেয়েছিল ১৯টি আসন। আর কংগ্রেস মাত্র সাতটি আসন পেয়েছি। বিশেষজ্ঞরা মনে করছেন, আগের বারের মতো অত আসন পাবে না বিজেপি। সেখানে সপা–র আসন বাড়বে। 

টুডেজ চাণক্য জানাচ্ছে, উত্তরপ্রদেশে এ বারও স্যুইপ করতে পারে বিজেপি। মোদী-যোগীর দল পেতে পারে কমবেশি ৪৩ শতাংশ ভোট। তার ভিত্তিতে আসন সংখ্যার হিসাব কষলে তা বিষ্ময় জাগাতে পারে। ২৯৪+/- ১৯ টি আসনে জিততে পারে বিজেপি। অর্থাৎ ২৭৩ থেকে ৩১৩ টি আসন দখল করতে পারে গেরুয়া শিবির। তুলনায় সমাজবাদী পার্টি জিততে পারে ১০৫ +/- ১৯ টি আসন।

এ ব্যাপারে চাণক্যর সঙ্গে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বিশেষ মতভেদ নেই। তারাও জানাচ্ছে, উত্তরপ্রদেশে স্যুইপ করতে পারে বিজেপি। রাজ্য বিধানসভায় ৪০০ টি আসন রয়েছে। তার মধ্যে ২৮৮ থেকে ৩২৬ টি আসনে জিতে যেতে পারে মোদী-যোগীর দল। তুলনায় মাত্র ৭১ থেকে ১০১ টি আসনে জিততে পারে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি।

বস্তুত কম বেশি সমস্ত বুথ ফেরত সমীক্ষাই উত্তরপ্রদেশে বিজেপিকে এগিয়ে রেখেছে। তবে চাণক্য বা অ্যাক্সিস যে বিষ্ময়-ফলাফলের ইঙ্গিত দিচ্ছে, তাদের সমীক্ষালব্ধ হিসাব তেমন নয়। বরং তুলনায় রক্ষণাত্মক।

ইন্ডিয়া নিউজ, পোল স্ট্র্যাট, পি-মার্কের মতো সমীক্ষা সংস্থাগুলির মতে বিজেপি একাই সংখ্যা গরিষ্ঠতা অর্জণ করতে পারবে। ইন্ডিয়া নিউজের সমীক্ষার মতে বিজেপি জিততে পারে ২২২ থেকে ২৬০ টি আসন। তুলনায় অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি পেতে পারে ১৩৫ থেকে ১৬৫ টি আসন।

পোল স্ট্র্যাটের মতে বিজেপি ২১১ থেকে ২২৫ টি আসন জিততে পারে। সমাজবাদী পার্টি জিততে পারে ১৪৬ থেকে ১৬০ টি আসন।

ইটিজি রিসার্চের মতে, ২৩০ থেকে ২৪৫ টি আসন জিততে পারে বিজেপি। তাঁদের দাবি, সমাজবাদী পার্টি খারাপ ফলাফল করবে না। দেড়শ বা তারও বেশি আসনে জিততে পারে অখিলেশ যাদবের দল।

কিন্তু একটা ব্যাপারে সবাই একমত যে এ বারের ভোটে প্রবল মেরুকরণ হয়েছে। গোটা নির্বাচনই বিজেপি বনাম সমাজবাদী পার্টির লড়াইয়ে পর্যবসিত হয়েছে। ফলে সাবেক কংগ্রেসের ফল হতে পারে খুব করুণ। এদের সকলেরই মতে কংগ্রেস ১০ টি আসনও জিততে পারবে না।

উত্তরপ্রদেশের এহেন বুথ ফেরত সমীক্ষা সামনে আসতেই টুইট করেছেন দলের মুখপাত্র অমিত মালব্য। তাঁর কথায়, উত্তরপ্রদেশে এই প্রথম কোনও সরকার পুনর্বার নির্বাচিত হতে চলেছে। তা ছাড়া গত ৩৭ বছরে এই প্রথম বার কোনও রাজনৈতিক দল পর পর দুবার উত্তরপ্রদেশে জিততে চলেছে। প্রকৃতই ঐতিহাসিক ফলাফল হতে চলেছে উত্তরপ্রদেশে।

Previous articleBangaon News: বনগাঁর ‘ট’ বাজার যেন জতুগৃহ বলছে স্থানীয় বাসিন্দারা
Next articleUkraine Driver: কিয়েভ থেকে ৭০০ কিলোমিটার পথ অতিক্রম করে গুলিবিদ্ধ হরজ্যোৎকে পোল্যান্ডের সীমান্তে পৌঁছে দেওয়া ইউক্রেনের ট্যাক্সিচালকের প্রশংসায় টুইট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here