ED Arrests Shankar Adhya: মধ্যরাতে ইডির হাতে গ্রেফতার বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য

0
258

দেশের সময় , বনগাঁ: সকাল থেকে ইডির অভিযান। মধ্যরাতে বনগাঁর দাপুটে তৃণমূল নেতা শঙ্কর আঢ্যকে গ্রেফতার করল ইডি। সন্ধেতেই শঙ্কর আঢ্যর শ্বশুরবাড়ির থেকে সাড়ে আট লাখ টাকা উদ্ধার করেছিল ইডি। একটি আলমারি থেকে পাওয়া গিয়েছিল বান্ডিল বান্ডিল নগদ টাকা। এরপর রাত বাড়তেই গ্রেফতার বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। সূত্রের খবর, রাতেই তাঁকে নিয়ে আসা হবে কলকাতায় সিজিও কমপ্লেক্সে। শনিবার সকালে মেডিক্যাল পরীক্ষা করানোর পর পেশ করা হতে পারে আদালতে।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)-এর হাতে গ্রেফতার উত্তর চব্বিশ পরগনার বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। রাত্রি সাড়ে বারোটা নাগাদ শঙ্করকে গ্রেফতার করে ইডি। ইডি সূত্রে খবর, তাঁর শ্বশুরবাড়ি থেকে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে আট লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।

শঙ্করকে গ্রেফতার করে তাঁর বাড়ি থেকে বার হওয়ার সময় ইডির গাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন মহিলারা। সেই সঙ্গে ইডির আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্যে চলতে থাকে লাগাতার গালিগালাজ চলে। কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে থান ইট ছুঁড়ে মারা হয়। উত্তেজিত ভিড় সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে। বারবার গাড়ি আটকে দেওয়ার চেষ্টা করে শঙ্করের অনুগামীরা।

উল্লেখ্য, শুক্রবার কলকাতা-সহ আশপাশের একাধিক জায়গায় হানা দিয়েছিলেন ইডির তদন্তকারী অফিসারা। ইডির আলাদা আলাদা টিম একযোগে হানা দিয়েছিল সকাল থেকে। তার মধ্যে ছিল বনগাঁও। বনগাঁর দাপুটে তৃণমূল নেতা বলে পরিচিত শঙ্কর আঢ্যর সঙ্গে যোগ রয়েছে, এমন পাঁচটি জায়গায় তল্লাশি অভিযান শুরু করে ইডি। হানা দেয় নেতার বাড়ি ও তাঁর শ্বশুরবাড়িতেও। দীর্ঘক্ষণ অভিযানের পর সন্ধেয় শঙ্কর আঢ্যর শ্বশুরবাড়ি থেকে নগদ টাকার হদিশ পান তদন্তকারী অফিসাররা।
এদিকে শঙ্কর আঢ্যের বাড়িতেও সকাল থেকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছিল ইডির পৃথক একটি টিম। পরিবারে দাবি, ব্যবসায়িক বিভিন্ন বিষয়েই জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল তাঁকে। এরপরই রাত বাড়তেই আসে নাটকীয় মোড়। মধ্যরাতে ইডির হাতে গ্রেফতার হন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য ৷

তৃণমূলের এই নেতা ও তাঁর পরিবারের একাধিক ব্যবসা রয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, বিদেশি টাকার বিনিময়ের ব্যবসাও রয়েছে বলে খবর। শঙ্কর আঢ্যের সঙ্গে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিকেরও বেশ ঘনিষ্ঠতা ছিল বলেও জানা যায়।

(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন।

বিস্তারিত আসছে…

Previous articleEd raid Tmc Leader House: ভেড়ির ‘বাদশা’! সন্দেশখালি যেন শেখ সাহেবের চৌরঙ্গী, একসময়ের বাম থেকে এখন তৃণমূল,এই নেতার বাড়িতে গিয়েই আক্রান্ত ইডি! কে এই শাহজাহান শেখ?
Next articleRationScamShankarAdhya: জ্যোতিপ্রিয়-র কাগজ দেখিয়ে শঙ্কর আঢ্যকে গ্রেফতার করল ইডি, মুখ খুললেন স্ত্রী জ্যোৎস্না আঢ্য: দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here