রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গেই নতুন উদ্যোমে এ বছরের দুর্গা পুজার আয়োজনে মাতল বনগাঁর ঐতিহ্যবাহী ক্লাব এগিয়ে চলো সংঘ। মঙ্গলবার উল্টোরথ যাত্রার পূর্ণলগ্নে খুঁটি পুজো দিয়ে তারই শুভসূচনা হলো।
এদিন পুথি মেনে নির্দিষ্ট সময়ে বনগাঁর মতিগঞ্জের তিন নম্বর টালিখোলা এলাকায় তাদের পুরনো জায়গায় এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের অন্যতম কর্তা নিতাই দাস, ক্লাবের সমস্ত স্তরের সভ্য এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা। দেখুন ভিডিও
সাম্প্রতিককালে বনগাঁয় কিছু রাজনৈতিক অস্থিরতার কারণে গত বছর পুজোর আয়োজনে খামতি হয়েছিল। এবছর মানুষ অনেকটাই হাফ ছেড়ে বেঁচেছেন। বনগাঁর রাজনৈতিক এবং সামাজিক পালা বদল ঘটেছে। এই পরিস্থিতিতে মানুষ নতুন করে বাঁচার আনন্দ খুঁজে পেয়েছেন। আর তাই মানুষকে আনন্দ দিতে এ বছর এগিয়েচলো সংঘ নতুন উদ্যোমে বড় আকারে পুজোর আয়োজন করতে চলেছেন বলে জানালেন ক্লাব সদস্যরা
এদিন খুঁটি পূজা উপলক্ষে মিষ্টিমুখ করা হয় সংগঠনের সদস্যদের মধ্যে । এ বিষয়ে সংগঠনের সদস্য বিশ্বজিৎ দাস বলেন এ বছর আমাদের৫৮ তম বর্ষ এ বছর আমাদের বিশেষ আকর্ষণ বৃন্দাবনের প্রেম মন্দির আমরা প্রতিবছর এর মত এ বছরও দুর্গোৎসবের আনন্দে মেতে উঠেছি খুঁটি পূজার মাধ্যমে । প্রতি বছরের এ বছরও এখানে প্রায় সাত দিন ধরে গ্রাম বাংলার সেই লোকগীতি অনুষ্ঠান সহ মেলার আয়োজন থাকবে, দুর্গাপুজো মন্ডপের পাশাপাশি আলোক সজ্জাতেও থাকছে বিশেষ আকর্ষণ ।