দেশের সময়: বনর্গাঁর পেয়াদা পাড়া স্পোটিং ক্লাবের পুজো মন্তপের এবারের থিম ‘ অবতার’! দেখুন ভিডিও
দিকে দিকে ক্রমেই বসছে মোবাইলের নিত্যনতুন টাওয়ার৷ যার দাপটে হারিয়ে যাচ্ছে পাখিদের কিচিরমিচির শব্দ৷ এমন চলতে থাকলে অদূর ভবিষ্যতেই নিজের ভারসাম্য হারাবে পৃথিবী৷ হাঁটি হাঁটি পা পা করে সেই ধ্বংসের পথেই এগোচ্ছে পৃথিবী৷ তাই পৃথিবীর ভারসাম্য রক্ষার সচেতনতায় উত্তর ২৪ পরগনার গোপাল নগর থানার পল্লা দক্ষিণ পাড়া পুজো কমিটির এবার পুজোর থিম ‘পাখিরালয়’৷ দেখুন ভিডিও –
বিগত দু’বছর করোনার প্রভাবের কারণে দুর্গাপুজো খুব একটা ভালো করে করতে পারেনি পাল্লার – ক্লাব তবে এ বছর করোনা প্রভাব অনেকটাই কম রয়েছে। তাই এ বছর প্রকৃতি বান্ধব থিম ‘পাখিদের বাঁচানোর আর্তি’ নিয়ে এবারের দুর্গাপুজোয় পাল্লাবাসীর সামনে তুলে ধরেছেন তারা।
এবছর পাল্লার র তম বছরের দুর্গোৎসব। দীর্ঘদিন ধরে পাল্লাবাসীকে অনেক ভালো পুজো উপহার দিয়েছে। এবং পাল্লাবাসী সেটা মনে রেখেছে আজও। তবে ক্লাব কর্তৃপক্ষের দাবি এখনো পর্যন্ত করা পুজো গুলির মধ্যে এ বছরের পুজোটি মানুষের মনে আরও বেশি দাগ কাটবে।
পরিবেশ বাঁচানোর রক্ষার্থে পাখিদের গুরুত্ব কতটা রয়েছে সেটি এবার তুলে ধরছে পাল্লা দক্ষিণ পাড়ার পুজো কমিটির সদস্যরা। পুজা উদ্যোক্তাদের বক্তব্য , মোবাইল টাওয়ারে জেরে পাখিদের সংখ্যা কমছে। পরিবেশ বাঁচানোর ক্ষেত্রে পাখিদের বাঁচানো তাদের প্রজনন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাখি যদি শেষ হয়ে যায়, তাহলে প্রকৃতিকেও বাঁচানো যাবে না। সেই জন্যই এবার পাল্লা দক্ষিণ পাড়ার পুজো প্যান্ডেলে পাখিরালয় থিম গড়েই মানুষকে সচেতনতার বার্তা দেওয়ার উদ্যোগ নিয়েছেন উদ্যোক্তারা৷
বসাকপাড়া ডাযমন্ড ক্লাবের পুজো মন্ডপের ভিডিও দেখুন