Durga Puja: সোমবারে বাংলার সব পুজো কমিটির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

0
683

দেশের সময় ওয়েবডেস্কঃ পুজো আর মাত্র ক’দিন! পাড়ায় পাড়ায় প্যান্ডেল বাঁধার কাজ শুরু হয়েছে।

সেপ্টেম্বরের শেষেই এবার শুরু হয়ে যাচ্ছে দেবীপক্ষ। পুজোর খুঁটিনাটি আলোচনায় আগামিকাল রাজ্যের সব পুজো কমিটির সঙ্গে বৈঠকে বসছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল বৈঠকে কলকাতার পুজো কমিটি গুলির সঙ্গেই হাজির থাকবে জেলার সব পুজো কমিটি।

হাজির থাকবেন কলকাতা পুলিশ এবং জেলা পুলিশের কর্তারা, সঙ্গেই হাজির থাকবেন জেলাশাসকরা। মুখ্যমন্ত্রী আলোচনা করবেন পুজো নিয়ে। দেবেন নির্দেশিকা। অন্তত বৈঠকের আগে তেমনটাই মনে করছেন একাধিক পুজো কমিটির কর্তারা। তাঁরা অপেক্ষা করছেন আগামিকালের নির্দেশিকার।

একই সঙ্গে বৈঠকের আগে জোর জল্পনা অনুদান নিয়ে। কারণ গত কয়েকবছরে ছবি এটাই। পুজোয় কলকাতা সহ জেলার পুজো কমিটিগুলিকে রাজ্য সরকারের পক্ষ থেকে অনুদান দেওয়া হয় ৫০ হাজার টাকা করে। এবারে অনুদান থাকছে কিনা, থাকলেও পরিমাণ কত সেই জল্পনা এই মুহূর্তে পুজো কমিটিগুলির মধ্যে। 

করোনা কারণে গত দু’বছর পুজোর ওপরে একাধিক বিধি নিষেধ আরোপিত ছিল। মাস্ক থেকে সামাজিক দূরত্ব সব নিয়ে মানুষ পুজো কাটিয়েছিলেন। পাড়ায় পাড়ায় খুঁটি পুজো আর প্যান্ডেল বাঁধার মধ্যে দিয়ে এ’বছর ইতিমধ্যে তৈরি হয়েছে পুজোর আবহ। এখন বাঙালি দিন গুনছে, অপেক্ষা করছে পুজোর।

Previous articleBihar CM’s Convoy Attacked : নীতীশ কুমারের কনভয়ে হামলা, ভাঙল গাড়ির কাচ
Next articleAnubrata Mondal: অনুব্রতর সম্পত্তির খোঁজে এবার বোলপুরের শিবশম্ভু রাইস মিলে হানা সিবিআইয়ের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here