Durga Puja Carnival 2022: দুর্গাপুজো ‘কার্নিভাল’ ঘিরে সাজছে রেড রোড থাকছে ৯৫ পুজো কমিটি

0
563

দেশের সময়, কলকাতা: দু’বছর পর রেড রোডে ফিরছে দুর্গাপুজোর কার্নিভাল। আজ শনিবার এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে থাকবেন ইউনেস্কোর প্রতিনিধিরাও।

আর সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে রেড রোডে সাজো সাজো রব।বাংলার দুর্গা পুজোকে ইউনেস্কোর বিশেষ স্বীকৃতি পাওয়ার পর এত বড় মাপের কার্নিভালের আয়োজন হতে চলেছে বলেই দাবি করছেন আধিকারিকরা।

তবে রেড রোডের এই কার্নিভালে যেসব পুজো কমিটিগুলি যোগ দেবেন তাদের সকাল ১১ টার মধ্যেই রিপোর্টিং করতে হবে রেড রোডে নির্দিষ্ট জায়গায়। এই কার্নিভালকে কেন্দ্র করে শনিবার বেশ কিছু জায়গায় যান নিয়ন্ত্রণ করা হবে বলেও জানা গিয়েছে।

নবান্ন সূত্রে জানা গেছে, রাজবাড়ির আদলে তৈরি করা হচ্ছে মূল মঞ্চ। থাকছে বিদেশের প্রতিনিধিদের জন্য আলাদা করে বসার জায়গা। এদিকে রেড রোডের কার্নিভালের পাশের চাহিদা এতটাই যে ২০ হাজার আমন্ত্রণপত্র ইতিমধ্যেই শেষ হয়ে গেছে।কয়েক হাজার দর্শক আসবেন তা অনুমান করেই রেড রোডে দুপাশে থাকছে বিস্তর বসার জায়গা।

নবান্ন সূত্রে খবর মোট ৯৫টি পূজো কমিটি এই রেড রোডের কার্নিভালে যোগ দিতে চলেছেন। যার মধ্যে উত্তর কলকাতা ও দক্ষিণ কলকাতার পাশাপাশি সল্টলেকের ও কয়েকটি পুজো কমিটি রয়েছে। ঠিক আছে দক্ষিণ কলকাতা থেকেই বেশি পুজো কমিটি যোগ দেবে এই কার্নিভালে বলেই এখনও পর্যন্ত ঠিক রয়েছে। রেড রোডে এই অনুষ্ঠান বিকেল সাড়ে চারটে থেকে শুরু হওয়ার কথা। প্রায় তিন ঘণ্টার অনুষ্ঠান হবে বলে এখনও পর্যন্ত ঠিক রয়েছে। এই অনুষ্ঠানে প্রত্যেকটি পুজো কমিটিকে দু মিনিট থেকে তিন মিনিটের মধ্যেই সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করতে হবে মূল মঞ্চের সামনে।

পাশাপাশি সর্বোচ্চ ৫০ জন সদস্য সদস্যদের নিয়ে তারা আসতে পারেন এমনটাই জানানো হয়েছে ক্লাবগুলিকে। রেড রোডের এই মূল অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল ডোনা গাঙ্গুলীর একাডেমির পারফরম্যান্স দিয়ে। কিন্তু তিনি আপাতত অসুস্থ থাকায় সেই অনুষ্ঠান হবে হলেও ডোনা গঙ্গোপাধ্যায় নৃত্যানুষ্ঠান পরিবেশন করতে পারবেন না বলেই জানা গিয়েছে।

পাশাপাশি রেড রোডের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ইউনেস্কোর প্রতিনিধিরাও। উপস্থিত থাকবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত দুবছর করোনা পরিস্থিতির কারণে রেড রোডে এই কার্নিভাল আয়োজন করা যায়নি। তার আগে রেড রোডে এই কার্নিভাল আয়োজিত হলেও এত বড় মাপের কার্নিভাল এর আগে হয়নি বলেই দাবি করছেন প্রশাসনিক মহলের আধিকারিকরা।

দেশ-বিদেশের বহু বিশিষ্ট মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আঁটোসাঁটো নিরাপত্তায় ঢেকে ফেলা হয়েছে গোটা চত্বর। এই কার্নিভালের কারণে শনিবার বন্ধ থাকবে শহরের একাধিক রাস্তা। ঘুরিয়ে দেওয়া হবে গাড়ির গতিপথও, এমনই জানাচ্ছে, কলকাতা ট্রাফিক পুলিশ।

কলকাতা ট্রাফিক বিজ্ঞপ্তি দিয়ে সেই তালিকা দিয়েছে। এদিন বন্ধ থাকবে রেড রোড, খিদিরপুর রোড, লাভার্স লেন, হাসপাতাল রোড, কুইন্স ওয়ে, মেয়ো রোড সহ আরও বেশকিছু রাস্তা। দুপুর ২টো থেকে বন্ধ করে দেওয়া হবে এইসব রাস্তা। রইল তালিকা :

দুপুর দু’টো থেকে বন্ধ থাকবে হসপিটাল রোড। এর পরিবর্তে গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে এজেসি বোস রোড বা জহরলাল নেহেরু রোডের দিকে।
হেস্টিংস মোড় থেকে লাভার্স লেন পর্যন্ত খিদিরপুর রোডের যান চলাচল বন্ধ করে দেওয়া হবে। পরিবর্তে সেন্ট জর্জ গেট রোড হয়ে স্ট্রান্ড রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে গাড়ির অভিমুখ।

রেড রোড আজ রাত ১২টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত বন্ধ থাকবে। ফের দুপুর দুটো থেকে বন্ধ করে দেওয়া হবে সেই রাস্তা। এর পরিবর্তে গাড়িগুলিকে আর আর অ্যাভিনিউ, জহরলাল নেহেরু, কিংস ওয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।

কুইন্স ওয়ে বন্ধ থাকবে। সেই রাস্তায় আসা গাড়িগুলিকে ক্যাথিড্রাল রোড হয়ে জহরলাল নেহেরু রোডের দিকে ঘুরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে।
বন্ধ থাকবে এসপ্ল্যানেড র‍্যাম্প রোড। এবং প্রয়োজনে মেয়ো রোডও বন্ধ করা হতে হবে।

এইসব রাস্তাই দুপুর দুটো থেকে যতক্ষণ না পর্যন্ত কার্নিভাল শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত বন্ধ থাকবে। তাই কাল বাড়ি থেকে বেরানোর আগেই ভেবে নিন কোন পথ দিয়ে যাবেন আপনি।গত দু বছরের করোনা অতিমারি কাটিয়ে এবার পুজোর কার্নিভালে রেকর্ড ভিড় হতে পারে বলেই মনে করছে রাজ্য সরকার।

Previous articleNasik Bus Accident: ভোররাতে বসে আগুন! প্রাণ বাঁচাতে বাস থেকে ঝাঁপের চেষ্টা যাত্রীদের, মৃত অন্তত ৮
Next articleRatan Tata:‌ কাজের স্বীকৃতি, ‘‌সেবা রত্ন’‌ সম্মান পেলেন রতন টাটা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here