বনগাঁ : আলোর মালায় সেজেছে ইছামতীর শহর
খাতায়-কলমে আজ ষষ্ঠী৷ সপ্তমী আসতে আর মাত্র কয়েক ঘণ্টা৷ কিন্তূ আর বেশি সময় অপেক্ষা করতে রাজি নন কেউই৷ দেখুন ভিডিও
অভিযান সংঘ , গান্ধী পল্লী , প্রতাপগড় , আয়রনগেট স্পোর্টিং ক্লাব থেকে শুরু করে জ্ঞানবিকাশিনী সংঘেও ফাঁকায় ফাঁকায় দেবী দর্শনের পরিকল্পনা যেন মুখ থুবড়ে পড়েছে ষষ্ঠীর সন্ধ্যায় থেকেই ৷ ‘আসলে বনগাঁর পুজোর আসল থিম এটাই৷ জনজোয়ার৷ মানুষের ঢল না নামলে পূর্ণতা পায় না বনগাঁর দুর্গাপুজো,’ বনগাঁর বাটা মোড় এলাকায় বসাক পাড়ার সামনে ভিড় ঠেলে এগোতে এগোতে এমন কথাই বললেন এক পুণ্যার্থী৷
চতুর্থীর সন্ধ্যা নামতেই আলো জ্বলে উঠলো যশোররোড সহ চাকদহ -বাগদা রোড সর্বত্রই । মাইক বাজল৷ নেতা-অভিনেতারা হাসি হাসি মুখে মণ্ডপে মণ্ডপে ফিতে কেটে বেড়ালেন৷ পুজো ‘স্টার্ট’৷
বনগাঁ শহর জুড়ে আলোর রোশনাই,এ যেন অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। দুর্গা পুজো উপলক্ষে আলোকমালায় সেজে উঠেছে গোটা বনগাঁ শহর ৷
নজর কাড়া পুজো মন্ডপের প্রবেশদ্বার ও আলোর তোরণ। এত আলোর রোশনাইয়ে ধাঁধিয়ে যাচ্ছে চোখ।
কথায় বলে প্রদীপের নীচে অন্ধকা থাকে । তেমন ই আরজিকরের তরুণী চিকিৎসক খুনের যন্ত্রণা রয়ে গিয়েছে বুকের মাঝে। রয়েছে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ বন্যায় ভাসার ব্যথাও। সেসব বুকের মাঝে লুকিয়ে রেখেই ঘরের মেয়ে উমার আরাধনায় মেতে উঠেছে আট থেকে আশি।