Durga Puja 2024 ষষ্ঠীর সন্ধ্যায় আলোর মালায় সেজেছে ইছামতীর শহর বনগাঁ দেখুন ভিডিও

0
200
অর্পিতা বনিক , দেশের সময়

বনগাঁ : আলোর মালায় সেজেছে ইছামতীর শহর
খাতায়-কলমে আজ ষষ্ঠী৷ সপ্তমী আসতে আর মাত্র কয়েক ঘণ্টা৷ কিন্তূ আর বেশি সময় অপেক্ষা করতে রাজি নন কেউই৷ দেখুন ভিডিও

অভিযান সংঘ , গান্ধী পল্লী , প্রতাপগড় , আয়রনগেট স্পোর্টিং ক্লাব থেকে শুরু করে জ্ঞানবিকাশিনী সংঘেও ফাঁকায় ফাঁকায় দেবী দর্শনের পরিকল্পনা যেন মুখ থুবড়ে পড়েছে ষষ্ঠীর সন্ধ্যায় থেকেই ৷ ‘আসলে বনগাঁর পুজোর আসল থিম এটাই৷ জনজোয়ার৷ মানুষের ঢল না নামলে পূর্ণতা পায় না বনগাঁর দুর্গাপুজো,’ বনগাঁর বাটা মোড় এলাকায় বসাক পাড়ার সামনে ভিড় ঠেলে এগোতে এগোতে এমন কথাই বললেন এক পুণ্যার্থী৷

চতুর্থীর সন্ধ্যা নামতেই আলো জ্বলে উঠলো যশোররোড সহ চাকদহ -বাগদা রোড সর্বত্রই । মাইক বাজল৷ নেতা-অভিনেতারা হাসি হাসি মুখে মণ্ডপে মণ্ডপে ফিতে কেটে বেড়ালেন৷ পুজো ‘স্টার্ট’৷

বনগাঁ শহর জুড়ে আলোর রোশনাই,এ যেন অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। দুর্গা পুজো উপলক্ষে আলোকমালায় সেজে উঠেছে গোটা বনগাঁ শহর ৷

নজর কাড়া পুজো মন্ডপের প্রবেশদ্বার ও আলোর তোরণ। এত আলোর রোশনাইয়ে ধাঁধিয়ে যাচ্ছে চোখ।

কথায় বলে প্রদীপের নীচে অন্ধকা থাকে । তেমন ই আরজিকরের তরুণী চিকিৎসক খুনের যন্ত্রণা রয়ে গিয়েছে বুকের মাঝে। রয়েছে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ বন্যায় ভাসার ব্যথাও। সেসব বুকের মাঝে লুকিয়ে রেখেই ঘরের মেয়ে উমার আরাধনায় মেতে উঠেছে আট থেকে আশি।

Previous articleDurgapuja2024 বনগাঁর নাওভাঙা নদীর তীরে দেবদারুর জঙ্গলে ৪৫০ বছরের প্রাচীন শ্রীশ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের ঐতিহ্যপূর্ণ দুর্গা পুজো
Next articleSantosh Mitra Square Theme: মধ্য কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে লাস ভেগাসের স্ফিয়ার (11D)-এর ঝলক দেখতে উপচে পড়ছে ভিড় দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here