Durga Puja 2024 রেটপাড়া স্পোর্টিং ক্লাবের থিম, ‘মা আসছেন মায়ের ঘরে’,  টিন দিয়ে তৈরি  হয়েছে মন্ডপ দেখুন ভিডিও

0
91
অর্পিতা বনিক দেশের সময়

বনগাঁ : বৃষ্টি উপেক্ষা করে তৃতীয়া থেকেই পুজো মন্ডপের সামনে ভিড় জমালেন অসংখ্য মানুষ।প্রকৃতির খামখেয়ালিপনায় বৃষ্টির অঝোর ধারা নামছে যখন- তখন। সেই বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা মাথায় দুর্গাপ্রতিমা দর্শনে বেড়িয়ে পড়েছেন পুজো প্রেমীরা। এদিন অধিকাংশ বড় পুজোর প্যান্ডেল প্রতিমা দর্শনের জন্য খুলে দেওয়া হয়। তবে যে সব প্যান্ডেলের দ্বার তখনও উন্মোচিত হয় নি তার সামনেও উন্মুখ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বহু দর্শককে। দূর থেকেই ছবি তোলেন অনেকে ।

বনগাঁর রেটপাড়া স্পোর্টিং ক্লাবের থিম, ‘মা আসছেন মায়ের ঘরে’,  টিন দিয়ে তৈরি  হয়েছে মন্ডপ । টিনের ঘরে মাকে দেখতে ছুটছেন পুণ্যার্থীরা দেখুন ভিডিও

পুলিশ-প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এ বার বনগাঁ শহরে সব মিলিয়ে পুজো হচ্ছে ১০৩টি। বড় বাজেটের পুজোর সংখ্যা ২১টি। পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের সাহায্যের জন্য ৭টি পুলিশ সহায়তা কেন্দ্র থাকছে। যানজট নিয়ন্ত্রণে ৩৭টি ড্রপগেট করা হচ্ছে। থাকছে পুজোর গাইড ম্যাপ। পুলিশ আধিকারিকেরা মণ্ডপগুলির নিরাপত্তা এবং অগ্নি নির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখছেন।

কোথায় কোন ক্লাবের পুজোর? থিম কি? দেখুন এক নজরে –

বনগাঁর প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের  থিম ‘কোমল গান্ধার’ দেখুন ভিডিও

*  বনগাঁ স্পোর্টিং ক্লাবের পুজোর থিম, ‘ইতি তোমার প্রিয়তমা।’ চিঠির অতীত ঐতিহ্যকে স্মরণ করিয়ে দিতে পুজো উদ্যোক্তারা মণ্ডপ ভাবনায় চিঠি এবং ডাক ব্যবস্থাকে প্রাধান্য দিয়েছেন। মণ্ডপ ডাকঘরের আদলে তৈরি হচ্ছে। তার মধ্যে আধপোড়া, দলা পাকানো চিঠি দেখা যাবে।

* কুমোর  পাড়ার গরুর গাড়ির থিমে সেজে উঠছে ১২-র পল্লি স্পোর্টিং ক্লাবের পুজো মন্ডপ ।

* ১১-র পল্লি যুব গোষ্ঠীর পুজোর থিম, দক্ষিণ ভারতের একটি উৎসবের আদলে। প্রফুল্লনগর পুজো কমিটি এ বারের থিম, ‘কৈলাস ধাম।’

*  অভিযান সঙ্ঘের পুজো ৭৯ বর্ষের। এ বার থিমস ‘অমৃতের সন্ধানে।’ পরিবেশ সচেতনতার বার্তা দিতে পরিবেশবান্ধব উপকরণ দিয়ে সেজে উঠছে মন্ডপ।

  • গান্ধী পল্লি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের থিম, ‘সমারোহে এস হে পরমতর।’ পুজোয় ব্যবহৃত যাবতীয় সামগ্রী দিয়েই তৈরি হচ্ছে মণ
  • বনগাঁ আমলাপাড়া অ্যাথলেটিক ক্লাবের এ বছর প্ল্যাটিনাম জুবিলি বর্ষ। পুজোর থিম, ‘শহর জুড়ে কলতান আমলাপাড়ায় রাজস্থান ।
  • আয়রনগেট স্পোর্টিং ক্লাব এবং শিমূলতলা অধিবাসীবৃন্দের পুজোর মণ্ডপ তৈরি হয়েছে কর্নাটকের বিধানসভার আদলে।
  • জাগ্রত সঙ্ঘের পুজোর থিম ‘দে দে পাল তুলে দে মাঝি’। 
  • শান্তি সঙ্ঘের এ বারের থিম, ‘মায়ের পুজোয় বাবাকে স্মরণ।’ মধ্যবিত্ত পরিবারের গৃহকর্তার সংগ্রাম থিমের বিষয়বস্তু।
  • জ্ঞানবিকাশিনী সঙ্ঘের পুজোর থিম, ‘ধামসা মাদল।’ বাঁকুড়ার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়েছে এখানে।
  • ৩ নম্বর টালিখোলা এগিয়ে চলো সঙ্ঘের থিম, বৃন্দাবনের ‘প্রেম মন্দির।’
  •   নোবেল স্পোর্টিং ক্লাবের মণ্ডপ হচ্ছে রাজস্থানের প্যাগোডা মন্দিরের আদলে।
  •   বনগাঁ রেল বাজার ভারত সঙ্ঘের থিম, ‘প্রজাপতির দেশে।’
  • পশ্চিমপাড়া স্পোটিং ক্লাবের পুজোয় গাছহীন পৃথিবীর যন্ত্রণার চিত্র তুলে ধরা হয়েছে।
  •  চড়কতলা স্পোর্টিং ক্লাবের থিম, ‘বোধোদয়।’
  • ইয়ং বেঙ্গল স্পোটিং ক্লাবের থিম ‘কৃষ্ণলীলা পার্ক।’
  • ঠাকুরপল্লি ইউনাইটেড স্পোটিং ক্লাবের থিম, ‘পাখি সব করে রব।’
  • বিদ্যায়তন ক্লাবের  ক্লাবের থিম, ‘মহাপীঠ তারাপীঠ।’ 

*  গোপালনগরের পাল্লা দক্ষিণপাড়া পুজো কমিটি ৮৯ বর্ষে থিম করেছে ‘দহন।’ ক্রমাগত গাছ কাটা, অতিমাত্রায় প্লাস্টিকের ব্যবহারের ফলে যে বিশ্ব উষ্ণায়ন ও পরিবেশ দূষণ ঘটছে, সেই চিত্র তুলে ধরা হয়েছে।

* গোবরডাঙা গরপাড়া বিধান স্মৃতি সংঘের থিম
আদিবাসী গ্রাম ।

  • সুভাষনগর সেবা সমিতির মণ্ডপে দেখা যাবে বারাণসীর গঙ্গা আরতি।
  • জয়পুর সবুজ সঙ্ঘের পুজোয় সম্প্রীতির নজির। হিন্দু ও মুসলিম ভাইদের কাঁধে চড়েই এখানে মা আসবেন মণ্ডপে।

এদিকে আকাশে এখনও কালো মেঘের ভ্রূকুটি। বাধ সাধছে পারে বৃষ্টি অসুর। কিন্তু সব বাধাকে হেলায় উড়িয়ে প্রাণের পুজোয় মাতল বাংলা। মহালয়া থেকেই কলকাতায সহ সীমান্ত শহর বনগাঁয় শুরু হয়ে গিয়েছে প্যান্ডেল হপিং।

চলছে শেষ মুহূর্তের কেনাকাটার সঙ্গে দেখে নেওয়া চলছে প্যান্ডেল তৈরির কাজ। অনেকে আবার ঢুঁ মারছেন কুমোরটুলিতে। শিল্পীর তুলির টানে চোখ মেলে তাকাচ্ছেন মৃন্ময়ী প্রতিমা। সেই দৃশ্য মোবাইল ফোনের ক্যামেরায় বন্দি করার সুযোগ ছাড়তে নারাজ অনেকে। মফঃস্বলে অসমাপ্ত মণ্ডপেই শুরু হয়ে গিয়েছে সেলফি তোলার হিড়িক।

প্রতিবারের মতো এবারও থিম বনাম সাবেকিয়ানার লড়াই যে জমে উঠবে, তার আঁচ মিলতে শুরু করেছে ইতিমধ্যেই। নজর থাকছে বনেদিবাড়ির পুজোতেও।

Previous articleDurga Puja 2024বনগাঁর প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের  থিম ‘কোমল গান্ধার’ দেখুন ভিডিও
Next articleDurgapuja 2024 ‘আরশিনগর’- এর টানে মানুষের ঢল নেমেছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের পুজোয় : দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here