Durga Puja 2024 কুমোর  পাড়ার গরুর গাড়ির থিমে সেজে উঠছে ১২-র পল্লি স্পোর্টিং ক্লাবের পুজো মন্ডপ : দেখুন ভিডিও

0
155
অর্পিতা বনিক , দেশের সময়

বনগাঁ :  কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই লাইন দুটো ছোট বেলায় পড়েননি, বাংলার বুকে এমন মানুষ পাওয়া দুষ্কর। এবার তাদেরই জীবনচিত্র উঠে এসেছে, বনগাঁর ১২ -র পল্লী পুজো মণ্ডপে।

জীবনযুদ্ধে বিধ্বস্ত হয়ে পড়া, কুমোর সম্প্রদায়ের মানুষদের আবার পুরোনো জায়গা ফিরিয়ে দিতে, এই উদ্যোগ নেওয়া হয়েছে। দর্শকদের সামনে তুলে ধরতে চাওয়া হয়েছে কুমোর সম্প্রদায়ের মানুষের কারিগরি শিল্প । কুমোর পাড়ার তৈরি বিভিন্ন মাটির জিনিসপত্র দিয়ে সম্পূর্ণ মণ্ডপ তৈরি করা হয়েছে। পাশাপাশি প্রতিমাতেও রয়েছে চমক। দেখুন ভিডিও

কুমোর পাড়ার তৈরি বিভিন্ন জিনিসপত্র দিয়ে মণ্ডপ তৈরি হয়েছে। অর্থাৎ মাটির তৈরি হাঁড়ি, কলসি সহ বিভিন্ন জিনিস ব্যবহার করা হয়েছে মন্ডপ তৈরীর কাজে। মন্ডপের মূল অংশ থেকে শুরু করে পারিপার্শ্বিক সাজসজ্জা, সবেতেই কুমোরপাড়ার চালচিত্র ফুটিয়ে তোলা হয়েছে।

বাঁশের কাঠামোর ওপর, মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র দিয়ে সেজে উঠছে প্যান্ডেল। মন্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন পটচিত্র আঁকা হচ্ছে। মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখেই আলোর ব্যবস্থা করা হয়েছে। রয়েছে গরুর গাড়ি। এ যেন বনগাঁ শহরের প্রাণ কেন্দ্রে ছোট্ট এক টুকরো গ্রাম আবিস্কার করেছে ১২র পল্লী স্পোর্টিং ক্লাব ।

Previous articleDurga Puja 2024 ‘অমৃতের সন্ধানে’ বনগাঁর অভিযান সংঘ : দেখুন ভিডিও
Next articleDurga Puja 2024 বাঙালির পুজোর কফি হাউস- ম্যাডক্স স্কোয়ারের দুর্গাপুজো দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here