Durga Puja 2023: পাইক বাড়ির পুজোকে ঘিরে মেতে ওঠে প্রতিবেশীরা

0
424

দেশের সময়, কলকাতা: থিমের আতিশয্য নয়, ঐতিহ্য ও সাবেকিয়ানা মেনে নিয়মনিষ্ঠার সঙ্গে দুর্গাপুজো হয়ে আসছে যাদবপুরের আনন্দপুর এলাকার পাইক বাড়িতে। দক্ষিণ কলকাতার বনেদি বাড়ির এই পুজোকে ঘিরে মেতে ওঠে প্রতিবেশীরা।


পরিবারের অন্যতম সদস্য তথা শিল্পপতি ভোলা পাইক জানাচ্ছেন, প্রতি বছরের মতো এবারও পুজো শুরুর আগেই কয়েক হাজার গরিব ও দুঃস্থ মানুষের হাতে তুলে দেওয়া হবে নতুন জামা-কাপড়। সেই সঙ্গে সবাইকে মিষ্টিমুখ করানো হবে। পুজোর কটাদিন পাইক বাড়িতে ভোগ রান্নার পাশাপাশি থাকছে ভূরিভোজের ব্যবস্থা।

Previous articleDurga Puja 2023: বনগাঁ শহরে পুজোর গাইড ম্যাপ প্রকাশ করে শারদীয়ার শুভেচ্ছা বার্তা জানান পুলিস সুপার জয়িতা বোস
Next articleDurga Puja 2023: বাংলা থেকে রাজস্থান এক সূত্রে বাঁধা ইন্ডিয়া, এই থিমেই বনগাঁয় পুজোর ঝড় তুলেছে অভিযান সংঘ ক্লাব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here