![](https://deshersamay.com/wp-content/uploads/2023/08/1677_20230821122334571-150x150.jpg)
“ও.. আয় রে ছুটে আয়
পুজোর গন্ধ এসেছে।
ঢ্যাম্ কুড়কুড়, ঢ্যাম্ কুড়াকুড়
বাদ্যি বেজেছে।….”
উত্তর কলকাতার সেরা পুজো গুলো মধ্যে অন্যতম হল হাতিবাগান -এর নলিন সরকার স্ট্রিটের পুজো । এই পুজো তার অভিনব্যত্বের জন্য বিখ্যাত । এই বছরও তার ব্যতিক্রম নয়। ৯১ তম বছরে পড়লো এই পুজো। সৃষ্টিশিলতা আর শিল্পকর্মের দিক থেকে নলিন সরকার স্ট্রিটের সর্বজনীন বিগত বছরগুলোতে শ্রেষ্ঠ পুজোর শিরোপা পেয়ে ৬ বার এশিয়ান পেইন্টস এর পুরষ্কারে ভূষিত হয়েছে।
রবিবার নলিন সরকার স্ট্রিট সর্বজনীন দুর্গা পুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হলো মহা সমারোহে ৷খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র অতিন ঘোষ ৷
নলিন সরকার স্ট্রিট সর্বজনীন এর সভাপতি জয়ন্ত চট্টোপাধ্যায় তার বক্তব্যের মধ্যে এবারের থিম সম্পর্কে কি জানালেন দেখুন ভিডিও :
২০২৩-এর দুর্গাপুজোর আর মাএ দু’মাস বাকি, এখন চলছে প্রস্তুতির তোড়জোড়। আর ৬০ দিন পরেই পুজোর বাদ্যি বেজে উঠবে।
শান্তনু ভট্টাচার্যের ভাবনায় এ বছর নলিন সরকার স্ট্রিটের থিম হচ্ছে সম্ভাবনা। শিল্পী সুব্রত ব্যানার্জী সাজিয়ে তুলবেন প্রতিমাকে। আর আবহে থাকছেন শিল্পী দীপময় দাস।
পুজোর সময় কলকাতায় থাকলে একদিন অন্তত এই পুজো ঘুরে আসবেন। দেখে আসবেন আমাদের সব থেকে চেনা শব্দ এখানে কীভাবে ফুটে উঠেছে।