Durga Puja 2023: বাংলা ভাগের যন্ত্রণা ফুটে উঠছে থিমে, বনগাঁর সাহা পাড়া প্রফুল্লনগর সাংস্কৃতিক চক্র দুর্গাপুজোয় এবার থিম ‘ভাগের মা’ : দেখুন ভিডিও

0
350
অর্পিতা বনিক: দেশের সময়


রাজ্য রাজনীতিতে বাংলা ভাগ নিয়ে যখন নতুন করে বিতর্ক দানা বাঁধছে, তখন সেই বাংলা ভাগের যন্ত্রণার ছবিই তুলে ধরছে পুজোর থিমে, বনগাঁর সাহা পাড়া প্রফুল্লনগর সাংস্কৃতিক চক্র দুর্গাপুজো সর্বজনীন পুজো কমিটি৷ এবার তাদের থিম ‘ভাগের মা’ ৷

সর্বজনীন দুর্গাপুজো কমিটি এবার তাঁদের ৭৫ তম বর্ষে বিষয় “ভাগের মা”। দেখুন ভিডিও


এই ভাগ যেন মায়ের ভাগ, মাটির ভাগ। বাংলার মাটি দু’ভাগ হয়ে যাওয়ার দৃশ্যপটই এবার তাঁদের থিম। বাংলা ভাগ হওয়ার কারণে মায়ের যে যন্ত্রণা তারই টুকরো দৃশ্য শিল্পী তাঁর ভাবনায় মণ্ডপে তুলে ধরার চেষ্টা করেছেন।

Previous articleDesher Samay e paper দেশের সময় ই পেপার
Next articleDurga Puja 2023: বনগাঁর ট বাজারের দাঁ বাড়ির ঠাকুরদালানে উমা-আরাধনার দু’কালের গপ্পো, সঙ্গে অর্পিতা: দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here