Durga Puja 2023: বাংলা থেকে রাজস্থান এক সূত্রে বাঁধা ইন্ডিয়া, এই থিমেই বনগাঁয় পুজোর ঝড় তুলেছে অভিযান সংঘ ক্লাব

0
547
অর্পিতা বনিক, বনগাঁ:

মা আসছে, এই শব্দটাই যেন মন ভালো করে দেওয়ার যাদুকাঠি। কারণ, প্রত্যেক বাঙালি গোটা বছর অপেক্ষা করে থাকেন মা দুর্গার আগমনের জন্য। এদিকে, দরজায় এসে হাজির শরৎ। পেঁজা তুলোর মতো মেঘ, কাশ ফুল আর শেষ মুহূর্তের প্রস্তুতি জানান দিচ্ছে এখন উমা বরণের সময় । তাই আর সময় নষ্ট না করে বনগাঁর অন্যতম ঐতিহ্যবাহী অভিযানসংঘ ক্লাব তাদের পুজোর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে ইতি মধ্যেই ৷

বনগাঁর অন্যতম ক্লাব সভাপতি আমিতাভ দাস জানালেন আধুনিকতা এবং সাবেকি চিন্তনে এ বারে দেবী আরাধনা। রাজস্থানের রাজমহলের অনুকরণে এবারের পুজোমন্ডপ এবং প্রতিমা তৈরি করা হয়েছে৷ দেখুন ভিডিও

পুজোকমিটির সম্পাদক একান্ত আলাপচারিতায় দেশের সময়কে জানান, । টাইলস পাথর যতই জমুক, এ বাংলার মাটির বুকে ।এক টুকরো মাটিতেই দেবী মন্ডপ গড়ে উঠেছে ইন্ডিয়ার অন্য রাজ্যের কথা বাংলার মানুষ ভাবেন এবং কদর করেন সেই বিষয়টি মনে রেখেই এবারে এই থিম ৷ সেই একান্ত ইচ্ছাকে বাস্তবায়িত করতে এবারে অভিযানসংঘ ক্লাবের দেবী আরাধনা।

বনগাঁ সহ আশপাশের সমস্ত মানুষকে এই পুজোতে উপস্থিত থাকবার জন্য ক্লাবের পক্ষ থেকে আন্তরিক আহ্বান জানানো হয়েছে। সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে প্রতিবছরের মত এ বছরও দুস্থদের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে দুর্গা পুজোকে প্রকৃত শারদ উৎসবের রূপদান করতে প্রস্তুত ক্লাবের সমস্ত সদস্যরা।

Previous articleDurga Puja 2023: পাইক বাড়ির পুজোকে ঘিরে মেতে ওঠে প্রতিবেশীরা
Next articleDurga Puja 2023: বাংলাকে মাদক মুক্ত রাজ্য করার শপথ নিয়ে উত্তর ২৪ পরগনার পাল্লা দক্ষিণপাড়া পুজো কমিটির এবারের থিম টান: দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here