Durga Puja 2022: এবার পুজোয় বনগাঁর ৩নম্বর টালিখোলা এগিয়েচলো সংঘের কি থিম হতে চলেছে জানতে দেখুন ভিডিও

0
1084

অর্পিতা বনিক, বনগাঁ: হাতে পড়ে আছে আর মাত্র কয়েকটা দিন। তারপরই নিজেদের শ্রেষ্ঠ উৎসবে মেতে উঠবেন বাঙালিরা। আর পুজো মানেই তো অনেক পরিকল্পনা, অনেক গোছগাছ, প্ল্যানিং। একদিকে যেমন আছে ঠাকুর দেখা, প্যান্ডেল হপিং, খাওয়াদাওয়া তেমনি আছে কোথায় কি থিম হতে চলেছে তার খোঁজ নেওয়া। তাই পুজোর সময় ‘দেশের সময় ‘ আপনাদের শহর ও গ্রামের আনাচে কানাচে ছড়িয়ে থাকা বিভিন্ন বনেদি বাড়ি ও ক্লাবের পুঁজর থিম-এর তালিকা নিয়ে চলে এসেছে প্রতিবারের মতো এবারও৷ দেখুন ভিডিও :

বনগাঁ – বাগদা রোডে মতিগঞ্জ এলাকার এই পুজো বনগাঁর নামী পুজোগুলোর মধ্যে অন্যতম। উদ্যোক্তারা জানিয়েছেন তাঁদের এবারের থিম ‘ দুবাই-এর মিরাক্কেল গার্ডেন ‘ ” ৷


প্রতিবারের মত এবারেও থিমে চমক দিতে প্রস্তুত বনগাঁর ৩ নম্বর টালিখোলার এগিয়েচলো সংঘের দুর্গা পূজা যা অনেকের কাছেই আবার নিতাই বাবুর পূজো নামে পরিচিত ৷ বেশ কয়েক বছর শারদ সম্মান পুরস্কার পেয়েছে এই এগিয়ে চলো সংঘ৷ কোভিড সচেতনতার জন্য (স্বাস্থ্যবিধি) বিধি মেনে এবারও তাদের পূজোর আযোজন শুরু করেছেন ক্লাব সদস্যরা৷

মন্ডপের প্রস্তুতি পুরোদমে শুরু হয়েগেছে। ক্লাবের সদস্যরা জানান,, “ জুলাই খুঁটিপুজো করে প্রস্তুতি পর্ব শুরু ৷ এবার থিমের প্রকাশ্য ঘোষণা হল। এবার ক্লাবের( ৫৫ )-তম পুজো। শিল্পী আশিষ দাস। এবারের তাঁদের পুজোর বাজেট প্রায় ২৫ লক্ষ টাকার মত।”

ক্লাব সদস্য বিশ্বজিৎ দাস জানালেন ,এগিয়ে চলো সংঘ ক্লাবের পূজোর বিশেষ বৈশিষ্ট হলো পূজোর দিন গুলিতে মন্ডপের সামনেই অস্থায়ী মঞ্চে বিভিন্ন জেলার বাউল শিল্পীদের কে নিয়ে এসে বাউল মেলার আয়োজন করেন তাঁরা৷ আর সেই মেলায় বাউল সংগীতে মুখরিত হয়ে ওঠে মন্ডপ প্রাঙ্গণ। হাজার হাজার মানুষ ভিড় করেন এখানে৷ সঙ্গে দেবী দুর্গাদর্শন৷ পাশাপাশি এবারও সমাজমুখী একাধিক কাজ করার ভাবনা রয়েছে তাঁদের।

বাংলা মানেই সর্ব ধর্মের পীঠস্থান৷ এই প্রচ্ছন্ন বার্তাই দিচ্ছেন ৩ নম্বর টালিখোলার এগিয়ে চলো পুজো কমিটির উদ্যোক্তারা৷

Previous articlePetrapole: যন্ত্রণার আর এক নাম ”পেট্রাপোল ইমিগ্রেশন”
Next articleWeather Update: নিম্নচাপ আরও শক্তিশালী , আগামী ৩ দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here